১০ টায় সারাদিন: পিতৃহত্যার বদলা নিতে মণীশকে খুন? দৈনিক করোনা সংক্রমণে রাজ্যে নতুন রেকর্ড, সঙ্গে অন্য খবর
সামনে এল টিটাগড়ে দলত্যাগী তৃণমূল নেতা তথা বিজেপির স্ট্রং ম্যান মণীশ শুক্লর খুনের মুহূর্তের সিসিটিভি ফুটেজ। মণীশ খুনের অভিযোগে ধৃত ২। পিতৃহত্যার বদলা নিতে মণীশকে খুন করে ধৃত মহম্মদ খুররম, প্রাথমিক অনুমান পুলিশের। মণীশ শুক্ল খুনে এফআইআরে দুই তৃণমূল নেতার নাম। এফআইআরে নাম রয়েছে দুই তৃণমূল পুরপ্রশাসকের নাম। রয়েছে টিটাগড়ের পুরপ্রশাসক প্রশান্ত চৌধুরীর নাম। এছাড়াও ব্যারাকপুরের পুর প্রশাসক উত্তম দাসের নাম রয়েছে। দৈনিক করোনা সংক্রমণে রাজ্যে নতুন রেকর্ড। ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৩৭০ জন। মৃত্যু হয়েছে ৬৩ জনের। উদ্বেগ বাড়ছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনাকে নিয়ে। অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা পায়েল ঘোষ এবার মহিলা কমিশনের দ্বারস্থ। পিনকন মামলায় প্রেসিডেন্সি জেলের সুপারকে সরানোর নির্দেশ। তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ তমলুক আদালতের। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অজয় দেবগণের ভাই পরিচালক অনিল দেবগণ।