এক্সপ্লোর
Boat capsize: মালদার মানিকচকে ঘাটের কাছে গঙ্গায় ডুবল পণ্যবাহী লঞ্চ, অতিরিক্ত ভারবহনের জন্যেই দুর্ঘটনা বলে অনুমান
মালদার মানিকচকে ঘাটের কাছে গঙ্গায় ডুবল পণ্যবাহী লঞ্চ। ঝাড়খণ্ডের রাজমহল থেকে মানিকচক ফেরার সময় দুর্ঘটনা। লঞ্চ দুর্ঘটনায় এখনও কয়েকজন নিখোঁজ। লঞ্চে ছিল ১০টি লরি, জেলা প্রশাসন সূত্রে খবর। অতিরিক্ত ভারবহনের জন্যেই দুর্ঘটনা বলে অনুমান।
আরও দেখুন

















