আনন্দপুরে 'শ্লীলতাহানি'র ঘটনার পরও ধৃত অভিষেকের সঙ্গে যোগাযোগ ছিল বান্ধবীর?
বাইপাস শ্লীলতাহানিকাণ্ডে পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে ওই ঘটনার পর বাইপাস সংলগ্ন এলাকার একটি গেস্ট হাউসে আশ্রয় নেন অভিযুক্ত অভিষেক পাণ্ডে। তবে পুলিশ আসার আগেই সেখান থেকে পালান। পুলিশের দাবি, দ্রুত স্থান পরিবর্তন করছিলেন অভিযুক্ত। উত্তর কলকাতার একটি হোটেলেও তিনি ওঠেন। সঙ্গে ছিল ১২-১৫ হাজার টাকা। টাকা ফুরিয়ে আসায় সমস্যা বাড়ে। এর মধ্যে ইন্টারনেট কলে মায়ের সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্তের। জিপিআরএস ট্র্যাক করে টাওয়ার লোকেশন চিহ্নিত করে পুলিশ। এরপর লালবাজার ও আনন্দপুর থানার যৌথ অভিযানে গতকাল দমদম গোরাবাজার থেকে গ্রেফতার হন অভিষেক পাণ্ডে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটে বধূ নির্যাতনের পুরনো মামলা রয়েছে।

















