এক্সপ্লোর
Advertisement
BJP leaders’ car attacked: 'বিহার-উত্তর প্রদেশে জঙ্গলরাজ শেষ করেছি, এখানেও করব', হামলার প্রতিক্রিয়ায় হুঙ্কার দিলীপের
বিজেপি সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) কনভয়ে হামলার অভিযোগ। ডায়মন্ড হারবার যাওয়ার পথে ধুন্ধুমার। আমতলা থেকে শিরাকোল পর্যন্ত রাস্তায় দফায় দফায় বাধার মুখে পড়ে কনভয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাথর ছোড়া হয় কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে। ইটের ঘায়ে এবিপি আনন্দর প্রতিনিধির গাড়ির কাচও ভাঙে। আজ সকালে শিরাকোলে তৃণমূলের অবরোধে আটকে পড়ে নাড্ডার কনভয়। কনভয়ের বেশ কয়েকটি গাড়িতে হামলা হয় বলে অভিযোগ বিজেপির। সরিষার কাছে ভাঙচুর চলে যাত্রীবাসেও। বিজেপি নেতা রাকেশ সিংয়ের অনুগামীদের মোটরবাইক বাহিনী অবরোধের মধ্যে পড়ে। অভিযোগ, রাকেশ সিংয়ের দলবলের ওপর হামলা হয়। এই বিষয় Dilip Ghosh বলেন, 'BJP-র সর্বভারতীয় সভাপতি J P Nadda-কে আসতে দেওয়া হচ্ছে না। তাঁর গাড়িতে ইট মারা হয়েছে। গণতন্ত্রের কোনও জায়গা নেই এখানে। তবে আমাদের সভাপতি রাস্তা থেকে ফিরে যাওয়ার লোক নয়। বিহারের জঙ্গলরাজ আমরা শেষ করেছি। উত্তরপ্রদেশে জঙ্গলরাজ আমরা শেষ করেছি। পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ BJP-র কার্যকর্তারা শেষ করবে। হামলা করে আমাদের মন ভাঙা যাবে না। ২১ সালে আমরা Trinamool Congress সরকার ভেঙে দেব।"
Tags :
JP Nadda’s Meeting At Diamond Harbour Bengal Election Attack WB Polls 2021 With ABP Ananda WB Elections 2021 TMC BJP WB Election 2021 West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections Congress WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Dilip Ghosh Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjeeআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement