BJP’s Uttarkanya Abhijan: 'বাহুবলী রাজনীতির আমদানি করে কোনও লাভ হবে না,' বিজেপির কর্মসূচিকে কটাক্ষ পার্থর
“বাহুবলী রাজনীতির আমদানি করছে। ভয় ভীতির সঞ্চার করে মানুষকে চুপ করিয়ে রাখা যাবে না। যেখানে যাচ্ছে, যাক। এসব করে লাভ হবে না, মানুষই এর জবাব দেবে”, কটাক্ষ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। আজ বিজেপির উত্তরকন্যা অভিযান। ইতিমধ্যেই শিলিগুড়িতে হাজির হয়েছেন দলের কর্মী-সমর্থকরা। বিজেপি সূত্রে খবর, দুটি পয়েন্ট থেকে উত্তরকন্যার দিকে এগোবে মিছিল। একটি মিছিল শুরু হবে শিলিগুড়ির নৌকাঘাট থেকে। নেতৃত্ব দেবেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargiya)। অন্য মিছিলটি বেরোবে ফুলবাড়ি থেকে। সেই মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উত্তরকন্যা অভিযানকে ঘিরে প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসনও। বাইরের কয়েকটি জেলা থেকেও আনা হয়েছে পুলিশ বাহিনী। বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে ব্যারিকেড। রয়েছেন মহিলা পুলিশকর্মীরাও। রাখা হয়েছে জল কামান, কাঁদানে গ্যাস। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৈরি পুলিশ।