এক্সপ্লোর
গরুপাচারকাণ্ডে সিবিআই জালে বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার,শুরু রাজনৈতিক চাপানউতোর
সাত ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গোরু পাচার কাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার বলে সিবিআই সূত্রে খবর। গোরু পাচার কাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। নিজাম প্যালেসে সাত ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। গোরু পাচার কাণ্ডে প্রথম গ্রেফতার হলেন বিএসএফ আধিকারিকই। সিবিআই সূত্রের দাবি, ২০১৭ সালে মুর্শিদাবাদে কর্মরত থাকার সময়ে গোরু পাচার কাণ্ডে ধৃত এনামুল শেখের সঙ্গে যোগ ছিল সতীশ কুমারের।
আরও দেখুন

















