'স্বামী-স্ত্রীর ঝগড়া, তাই এ ওকে আই লাভ ইউ বলছে' ২১-র ভোটে বাম-কংগ্রেসের জোট নিয়ে খোঁচা দিলীপের
বাম-কংগ্রেসের জোট হচ্ছেই। একুশের বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের জোটে দিল্লি কোনও বাধা হবে না। রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিলেন অধীর চৌধুরী। সিদ্ধান্তকে স্বাগত বামেদের। যদিও বিজেপির গলায় এই নিয়ে কটাক্ষের সুর।
বছর ঘুরলেই বিধানসভা ভোট! সেই লড়াইয়ে কংগ্রেস বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াই করবে বলে ঘোষণা করে দিলেন অধীর চৌধুরী। ফের প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর শুক্রবার প্রথম এরাজ্যের কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন অধীর।
কিছুদিন আগে সনিয়া যেভাবে নিট নিয়ে ভার্চুয়াল বৈঠক পরিচালনার রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন, তাতে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়, তাহলে কি কাছাকাছি আসতে পারে কংগ্রেস-তৃণমূল? কিন্তু, এর কিছুদিনের মধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসানো হয় অধীর চৌধুরীকে। যিনি কট্টর মমতা বিরোধী এবং বামেদের সঙ্গে জোটের পক্ষপাতী। পর্যবেক্ষকদের একাংশের মতে, এই সিদ্ধান্তের মধ্যে দিয়েই কংগ্রেস হাইকম্যান্ড কার্যত বুঝিয়ে দেয় যে, বামেদের সঙ্গেই কংগ্রেসের জোটে সম্মতি রয়েছে তাঁদের। এদিন অধীরের গলাতেও শোনা গিয়েছে সেই সুর।