ফটাফট: ‘ভঙ্গুর অর্থনীতির জেরে দুর্ভোগে জনতা’, বিহার ভোটের আগে মোদিকে খোঁচা সনিয়ার, সঙ্গে অন্য খবর
করোনা আবহে আজ থেকে বিহার বিধানসভা নির্বাচন। আজ প্রথম দফায় ১৬ জেলার ৭১টি আসনে ভোটগ্রহণ। বিহারে মূল লড়াই জেডিইউ-বিজেপির সঙ্গে আরজেডি, কংগ্রেস ও বামেদের মহাজোটের। ভোটের ফল ১০ নভেম্বর। করোনা আবহে বিহারে ভোটে একাধিক ব্যবস্থা। ৮০ বছরের বেশি বয়সী মানুষদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। ভোটকেন্দ্র ও ইভিএম স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকছে। এছাড়াও থাকছে থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থা। ভোটের ৪৮ ঘণ্টা আগে দুর্গাপ্রতিমা বিসর্জন ঘিরে সংগঠক এবং পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র বিহারের মুঙ্গের। গুলিবিদ্ধ ৩। "ভঙ্গুর অর্থনীতিতে দুর্ভোগে জনতা," বিহারের ভোটের আগে মোদিকে খোঁচা সনিয়ার। পাল্টা কটাক্ষ মোদির। সোমবারের বুলেটিনের নিরিখে দৈনিক মৃত্যু, সংক্রমণে দেশের দুই নম্বরে রাজ্য। সামান্য স্বস্তি দিল মঙ্গলবারের রিপোর্ট। ৪০০০-র নিচে নামল সংক্রমণ, কমল মৃত্যু, বাড়ল সুস্থতা। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতা। করোনা আবহে কেন্দ্রের গাইডলাইনে ৩০ নভেম্বরে নেই কোনও ছাড়। এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, ঠিক মতো কাজ করছে না কিডনি। ইউরিয়া, ক্রিয়েটিনিন বাড়ায় চিন্তিত চিকিৎসকরা। হতে পারে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি।