ফটাফট: সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, শুভেন্দুর মুখে ‘আমার দল আমার নেত্রী’, সঙ্গে অন্য খবর
অফিস টাইমে প্রায় ১০০ শতাংশ লোকাল চালাবে পূর্ব রেল। রাজ্যের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত। আজ থেকেই চলবে ট্রেন, খবর রেলসুত্রে। শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যেই এবার অধিকারী বাড়িতে প্রশান্ত কিশোর। কথা শিশির অধিকারীর সঙ্গে। দলে আরও গুরুত্বপুর্ন পদ ও নেত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তাব পিকের, খবর শুভেন্দুর পরিবার সুত্রে। স্মৃতিচারণা করতে গিয়ে এবার শুভেন্দুর মুখে ‘আমার দল আমার নেত্রী’। তাঁর রাজনৈতিক ভবিষ্যতের জল্পনার মধ্যেই অধীর চৌধুরীর তাৎপর্যপূর্ণ ট্যুইট। আলিপুরদুয়ারে দিলীপের কনভয়ে হামলা, প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ, পিছনে তৃণমূল, দাবি দিলীপের। বাংলায় করোনা উদ্বেগ অব্যাহত। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। বু এই নিয়ে বাংলায় মোট করোনা আক্রান্ত হলেন ৪ লক্ষ ২০ হাজার ৮৪০ জন। কলকাতায় একদিনে মৃত্যু ১৭ জনের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, ফের এসেছে জ্বর। বেড়েছে হৃদস্পন্দন, কমেছে রক্তচাপ। দেওয়া হল ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। আত্মনির্ভর ভারত গড়তে কোভিড ভ্যাকসিনের ৯০০ কোটি বরাদ্দ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ইতিহাসে প্রথমবার ভারত আর্থিক মন্দা দেখছে, ট্যুইট রাহুল গাঁধীর।