এক্সপ্লোর
খড়গপুর স্টেশনে বাইরে লেখা 'নো মাস্ক নো টিকিট'...কিন্তু ভিতরে ঢুকেই ফস্কা গেরো
সাড়ে সাত মাস পর আজ থেকে রাজ্যে শুরু হল লোকাল ট্রেন পরিষেবা। করোনা বিধি মানার জন্য যাত্রীদের সতর্ক করছেন নিরাপত্তা কর্মীরা। খড়গপুর স্টেশনে ‘নো মাস্ক নো টিকিট’ পন্থা। হচ্ছে মাইকিং। ভোর ৫টা শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। সাবান জল দিয়ে ষ্টেশন চত্বর পরিষ্কার করা হচ্ছে। সবার মুখে যে মাস্ক রয়েছে, এমনটাও নয়। কিছু ক্ষেত্রে সামাজিক দুরত্বও লঙ্ঘিত হচ্ছে। বেলা বাড়তেই দেখা মিলছে সেই চেনা ছবি। পাশাপাশি চলছে মাইকিং। তবে সবক্ষেত্রে নজরদারি সম্ভব হচ্ছে না।
আরও দেখুন

















