এক্সপ্লোর
চাকরি পাওয়ার যোগ্যতামান অষ্টম শ্রেণি পাশ, আবেদন করলেন গবেষক, ইঞ্জিনিয়ার!
মালদা বন দফতরে বন সহায়কের চাকরির জন্যে গবেষক, ইঞ্জিনিয়ারের আবেদন! বন সহায়কের চাকরির জন্যে নূন্যতম যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। আবেদনকারীদের মধ্যে পিএইচডি, বিই, এমএ, এমএসসি পাসরাও রয়েছেন! ১ বছরের চুক্তির ভিত্তিতে এই চাকরিতে ১০ হাজার টাকা বেতন। রাজ্য জুড়ে ২ হাজার বন সহায়ক নিয়োগের পরীক্ষা। "চাকরি নেই তাই বন সহায়কের পদে আবেদন," বললেন ইঞ্জিনিয়ারিং পাস করা এক আবেদনকারী।
আরও দেখুন

















