Covid Updates: 'স্কুল খুললে সরকারের খরচ, বার খুললে সরকারের লাভ', সরকারি নির্দেশিকাকে কটাক্ষ দিলীপের
করোনার উপর লাগাম টানতে আপতত বন্ধই থাকছে বাস, লোকাল ট্রেন ও মেট্রো। সোমবার নবান্নে জানালেন মুখ্যসচিব। শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলবে। তবে ট্রেন, বাস, মেট্রো বন্ধ থাকলেও ৩০ জুন সন্ধে ৬টা পর্যন্ত বিধিনিষেধে একগুচ্ছ ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ২৫% কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস চালু হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা যাবে বেসরকারি সংস্থা। খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্তে হোটেল, বার, রেস্তোরাঁ খোলা। বার খোলা নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের নতুন বিধিনিষেধকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের কটাক্ষ, স্কুল চালু থাকলে সরকারের খরচ হয়। আর বার খোলা থাকলে সরকারের লাভ। তাই স্কুল বন্ধ করে নির্দিষ্ট সময় বার খোলার অনুমতি দেওয়া হয়েছে।