Delhi Weather : সকালের প্রচণ্ড বৃষ্টিতে এক ধাক্কায় ১১ ডিগ্রি তাপমাত্রা নামল দিল্লির ।Bangla News
প্রবল বৃষ্টিতে দিল্লিতে ব্যাহত হল বিমান পরিষেবা। ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে তুমুল বৃষ্টির জেরে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সময়সূচি জানতে অনুরোধ করেছে। মৌসম ভবন জানিয়েছে, বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। মুষলধারে বৃষ্টির কারণে দিল্লির বেশ কিছু রাস্তায় গাছ ভেঙে পড়ে যানজটের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। জল জমেছে গুরুগ্রামের বিভিন্ন রাস্তায়। মৌসম ভবন সূত্রে খবর, সকালের প্রচণ্ড বৃষ্টিতে এক ধাক্কায় দিল্লির তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
![Kolkata News: বিবাদী বাগে অস্ত্রের দোকানে হানা STF-এর, কী বললেন শুভেন্দু? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/d55edc6b8433947276a9116b4a196e7c1739639652202967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)