Morning Headlines: এবার কয়লা পাচারকাণ্ডে রাজ্যের ৭ IPS-কে তলব ED-র, সঙ্গে অন্য খবর
কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) রাজ্যের ৭ জন আইপিএস (IPS) অফিসারকে দিল্লিতে (Delhi) জিজ্ঞাসাবাদের জন্য তলব, সূত্রের খবর। ইডি-র (ED) সদর দফতরে ২৬ জুলাই থেকে ৮ অগাস্টের মধ্যে হাজির হতে নির্দেশ। অমিত শাহের (Amit Shah) অভিভাবকত্বে কাজ করতে সুবিধা হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হয়ে বললেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। অচল পয়সা সচল হয় না, কটাক্ষ কুণালের (Kunal Ghosh)। রাজীব, সব্যসাচীর মতো দালাল নেতাদের জন্যই বিজেপির (BJP) ভরাডুবি, গুরুত্বহীন কর্মীদের আবেগ, এবার বেসুরো বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক। ইস্তফার দরজা খোলা, পাল্টা দিলীপ (Dilip Ghosh)। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) রাজ্যের কী পদক্ষেপ? জানতে চায় বিজেপি, নীরব রাজ্য অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)। কেন্দ্রের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন চেয়েও মিলছে না, পাল্টা পার্থ (Partha Chatterjee)। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কয়েকদিনের মধ্যেই এফআইআর (FIR) করছে ইডি। দেবাঞ্জন-মামলায় কলকাতা পুলিশের থেকে রিপোর্ট দিল্লিতে পাঠানোর পর মিলেছে সবুজ সংকেত, ইডি সূত্রে খবর। সেঞ্চুরি পার করেও অব্যাহত মূল্যবৃদ্ধি। লিটারে ৩৯ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোল (Petrol) ১০০ টাকা ৬২ পয়সা, ১৫ পয়সা বেড়ে ডিজেল (Diesel) ৯২ টাকা ৬৫ পয়সা। ভুয়ো আইএএসের (Fake IAS) পর এবার ভুয়ো ডিএসপি (Fake DSP)। হোমগার্ডে চাকরির নামে ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। শালবনীর বাসিন্দার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ৪। ভুয়ো ডিএসপিকাণ্ডে ধৃতদের মধ্যে কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী। টাকা ফেললেই খাকি টুপি, বেল্ট, ভুয়ো নিয়োগপত্র। চাঁদনী চকের হোটেলে প্রতারণার জাল। উত্তরের খোঁজে তদন্তকারীরা। নম্বর দিয়ে তালিকা প্রকাশের পড়ে উচ্চ প্রাথমিকে (Upper Primary) আবেদনকারীদের অসন্তোষ। বেশি নম্বর পেয়েও সুযোগ নয় কেন? অভিযোগ নিয়ে এসএসসি (SSC) অফিসে দরবার। বিচারাধীন, মন্তব্য নয়, প্রতিক্রিয়া চেয়ারম্যানের। বরাকরে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগের ঘটনায় সাসপেন্ড আরও দুই এসআই (SI) ও এক এএসআই (ASI)। আগেই সাসপেন্ড ফাঁড়ির ইন-চার্জ এক এসআই। টোকিওয়ে কোভিড সংক্রমণ গত দুই মাসের মতো সর্বোচ্চ। জরুরী অবস্থার মধ্যেই অলিম্পিক্স আয়োজনের সিদ্ধান্ত। ফলে দর্শকশূন্য স্টেডিয়ামে হতে পারে ইভেন্ট, ঢুকতে পারবেন না স্থানীয়রাও।