Vaccine Trial for Minors: রাজ্যে শুরু ১২-১৮ বছর বয়সীদের ভ্যাকসিন ট্রায়াল
রাজ্যে শুরু হল ১২-১৮ বছর বয়সীদের ভ্যাকসিন ট্রায়াল। জাইডাস ক্যাডিলার করোনা টিকার অপ্রাপ্তবয়স্কদের ওপর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। ১০০ জনের ওপর ভ্যাকসিন ট্রায়াল হবে। তিনটি ডোজে দেওয়া হবে টিকা।
উদ্বেগ বাড়িয়ে দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ। তবে কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২১ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯১ হাজার ৯৮১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮২ হাজার ৭৭৮।
অন্যদিকে এরাজ্যেও করোনা চিত্র একই রকম। সামান্য বাড়লেও রাজ্যে ২ হাজারের নিচে দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১ হাজার ৯২৫ জন। মৃত্যু হয়েছে ৩৮ জনের। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২১৬ জন। মৃত্যু ২ জনের। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ১৭৮ জন। ৭ জনের মৃত্যু হয়েছে। বাংলায় একদিনে করোনা মুক্ত ২ হাজার ১৭ জন। রাজ্যে মোট আক্রান্ত ১৪ লক্ষ ৮৭ হাজার ৩৬৩।
![Kolkata News: খাস কলকাতায় ডাকাতি, গামছায় মাথা-মুখ ঢাকা আততায়ী আসলে কে? বাড়ছে রহস্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/86ce4b392a01ee21908a8df2bae762ff1739636168872967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)