এক্সপ্লোর
PM Modi On Mahakumbh 2025: রাত পেরোলেই মহাকুম্ভে মোদি, প্রয়াগরাজে পৌঁছে সারতে পারেন পুণ্যস্নান, রইল প্রধানমন্ত্রীর সফরসূচি
PM Modi On Mahakumbh: রাত পেরোলেই মহাকুম্ভে মোদি, প্রয়াগরাজে পৌঁছে কখন কোথায় সফর প্রধানমন্ত্রীর ? দেখুন একনজরে
রাত পেরোলেই মহাকুম্ভে মোদি, প্রয়াগরাজে পৌঁছে সারতে পারেন পুণ্যস্নান, রইল প্রধানমন্ত্রীর সফরসূচি
1/11

রাত পেরোলেই মহাকুম্ভ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী মোদি। প্রয়াগরাজ মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারেন প্রধানমন্ত্রী।
2/11

সূত্র মারফত খবর, দিল্লি বিধানসভা নির্বাচনের দিনেই প্রধানমন্ত্রীর প্রয়াগরাজ সফর হতে চলেছে। ইতিমধ্যেই সেই সফরসচি প্রকাশ্যে এসেছে।
3/11

সূত্র মারফত খবর, আগামীকাল ৫ ফেব্রুয়ারি সকাল ১০ টা ৫ নাগাদ প্রয়াগরাজ বিমানবন্দরে পৌঁছবেন। ঠিক ১০ টা ১০ নাগাদ ডিপিএস হ্যালিপ্যাডে পৌঁছবেন।
4/11

এরপর পৌনে ১১ নাগাদ আড়াইল ঘাটে পৌঁছবেন। সেখান থেকে নৌকৌ সফরে যাবেন মহাকুম্ভে।
5/11

যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ শীর্ষ নের্তৃত্ব মোদিকে স্বাগত জানানোর জন্য উপস্থিত থাকবেন।
6/11

জানা গিয়েছে, আগামীকাল বুধবার ১১ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারেন প্রধানমন্ত্রী।
7/11

এরপর পৌনে বারোটা অর্থাৎ ১১ টা ৪৫ মিনিট নাগাদ নৌকায় করে ফের আরাইল ঘাটে ফিরে আসবেন। ডিপিএস হ্যালিপ্যাড থেকে প্রয়াগরাজ বিমানবন্দরের উদ্দেশ্যে দেবেন রওনা।
8/11

চলতি বছরে মহাকুম্ভ শুরু হয়েছিল ১৩ জানুয়ারি। পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে এসেছে ভক্তকূল। ধ্যানমগ্ন সন্ন্যাসী। দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার।
9/11

যোগী সরকারের তথ্য অনুয়ায়ী, এখনও অবধি ৩৭ কোটিরও বেশি মানুষ সঙ্গমে স্নান সেরেছেন। চলতি বছরে মহাকুম্ভ চলবে ২৬ ফেব্রুয়ারি অবধি।
10/11

গত কয়েকদিনে, মহাকুম্ভে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অখিলেশ যাদব উপস্থিত থেকেছেন।
11/11

অপরদিকে, চলতি বছরে বড়সড় বিপর্যয়ের মুখোমুখী হয়েছে মহাকুম্ভ। বহু মানুষের মৃত্যু হয়েছে। এখনও অনেকে নিখোঁজ। এদিকে তথ্য় লুকোনোর অভিযোগে লাগাতার উত্তরপ্রদেশের যোগী সরকারকে নিশানা করছে বিরোধীরা।
Published at : 04 Feb 2025 10:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























