Train Accident: ফের বেলাইন ট্রেন, ফের প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! দুর্ঘটনার তদন্তে নতুন তথ্য
ABP Ananda Live: রেল দুর্ঘটনার তদন্তে নতুন তথ্য। ট্রেনের গতি কম থাকায় বেঁচে গেল সেকেন্দ্রবাদ শালিমার সুপারফাস্টের ২টি যাত্রীবাহী কামরা। ইঞ্জিন এক লাইনে, ট্রেনের ৪টি কামরা অন্য লাইনে। নলপুরে ইঞ্জিন, পার্সেল ভ্যান পয়েন্ট পেরোতেই লাইন পরিবর্তন। বেলাইন ডাউন সেকেন্দ্রাবাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। যান্ত্রিক ত্রুটি নাকি কারও গাফিলতি? তদন্তে রেল।
আরও খবর, আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল। একহাতে সংবিধান, একহাতে ন্যায়ের প্রতীক নিয়ে মিছিল। বিচারের দাবিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত জনজোয়ার। ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে 'জনতার চার্জশিট'। মেডিক্যাল কলেজগুলিতে 'দ্রোহের গ্যালারি'। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক দেওয়া হয়েছে। এসএসকেএম চত্বরে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে দ্রোহের গ্যালারি।