Bihar News: প্রশ্নফাঁসকাণ্ডের তদন্তে গিয়ে বিহারে আক্রান্ত CBI, হামলার মুহূর্তের আরও এক ছবি এবিপি আনন্দর হাতে | ABP Ananda LIVE
প্রশ্নফাঁসকাণ্ডের তদন্তে গিয়ে বিহারে আক্রান্ত সিবিআই। নওয়াদায় হামলার মুহূর্তের আরও এক ছবি এবিপি আনন্দর হাতে। নকল পুলিশ গুজব রটিয়ে ঘিরে ধরে হামলা গ্রামবাসীদের। সিবিআইকে ঘিরে ধরে হামলা চালায় অন্তত ৩০০ গ্রামবাসী। বাংলা থেকে বিহার, কেলেঙ্কারির তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। সিবিআইয়ের ওপর হামলা, গ্রেফতার ৪। স্থানীয় থানায় না জানিয়ে গোপনে তল্লাশি, দাবি বিহার পুলিশের।
NEET-UG প্রশ্নফাঁসের ঘটনায় মহারাষ্ট্রের লাতুরে এফআইআর পুলিশের। ৩ শিক্ষক সহ ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু। দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা।
অষ্টাদশ লোকসভার অধিবেশনের প্রথমদিনই ঝড়ের পূর্বাভাস। রেল দুর্ঘটনা থেকে প্রশ্নফাঁস, মোদি সরকারকে চেপে ধরবেন বিরোধীরা। এককাট্টা হয়ে মোদি সরকারকে আক্রমণের ছক কষছে ইন্ডিয়া জোট। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে এক বন্ধনীতে রেখে আক্রমণের ছক। পাল্টা কৌশল ঠিক করতে গতকাল গভীর রাতে নিজের বাসভবনে বৈঠক করেন নাড্ডা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন বিজেপি সভাপতি।
![Job Seekers News: চাকরি চেয়ে ফের পথে, সল্টলেকে চপ ভেজে প্রতিবাদ TET উত্তীর্ণদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/5777c5676e32086dcd6a24e885c0212d1739298059194535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kalyan on Sitharaman : 'অর্থমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতদুষ্ট', সীতারামনকে পাল্টা কল্যাণের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/bf1a440b9ae069626eda552e6e8215111739297615994535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB Budget:'৩ শতাংশ DA বৃদ্ধি হতে পারে !', মমতার-সরকারের বাজেটের আগে শুভেন্দুর মুখে সম্ভাব্য তালিকা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/2c3af8e2f6eb7bd8c348382916fc80a91739296889811535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Nirmala on TMC : 'দলের নামের সঙ্গে মিল রেখে তৃণমূলস্তর থেকেই দুর্নীতি !', আক্রমণে সীতারামন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/af3136bf5e044eb1d962b166815a2bfc1739296332395535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB Government Holiday :রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, চলতি সপ্তাহে টানা ৪ দিন সরকারি ছুটি !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/4b242cae62e8b69cc547855b6c7e60b01739295656197535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)