Weather Update: আপাতত হবে না বৃষ্টি, পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি।
Weather News: বেশ কিছুদিনের বৃষ্টিতে প্রবল গরম থেকে হাঁফ ছেড়ে বেঁচেছিলেন বাংলার বাসিন্দারা। কিন্তু ফের ফিরে আসতে পারে গরম, চোখ রাঙাতে পারে তাপপ্রবাহও। অন্তত তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এই সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের (heat wave condition on Bengal) সতর্কবার্তা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও বাড়তে পারে গরম। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম ও অস্বস্তির পূর্বাভাস রয়েছে। আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা আরও (temperature rise in West Bengal) বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই বাংলার পশ্চিমের জেলার লাফিয়ে বাড়তে পারে গরম (Hot Summer return in West Bengal)। তাপমাত্রা পেরোবে ৪০ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, শনিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। অস্বস্তিসূচকও বাড়বে, রাত ও দিন অস্বস্তিদায়ক হতে পারে। শুষ্ক আবহাওয়া থাকবে, ক্রমশ বাড়বে গরম। ABP Ananda Live