C V Ananda Bose : মূর্তি সরল রাজভবন থেকে, নিজের মূর্তি বিতর্কে নিজেই তদন্ত কমিটি তৈরি করলেন রাজ্যপাল !
C V Ananda Bose On Statue Controversy : রবিবার প্রথমে রাজভবনের তরফে দাবি করা হয়, মূর্তিটি উপহার পেয়েছেন রাজ্যপাল। আর সোমবার সেই মূর্তিই সরিয়ে ফেলা হল। তাহলে বসানোই বা হল কেন, সরানোই বা হল কেন !
কলকাতা : শনিবার রাজভবনে উন্মোচন হয় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মূর্তি। সেদিন সেই মূর্তির পাশে দাঁড়িয়েছিলেন খোদ রাজ্য়পালই!তখনই নানা মহলে প্রশ্ন ওঠে, রাজ্যপাল নিজেই নিজের মূর্তি উন্মোচন করছেন! এ আবার কী ? জমে ওঠে তরজা। বয়ে যায় তীর্যক মন্তব্যের বন্যা। বিতর্ক শুরু হতে রবিবার প্রথমে রাজভবনের তরফে দাবি করা হয়, মূর্তিটি উপহার পেয়েছেন রাজ্যপাল। আর সোমবার সেই মূর্তিই সরিয়ে ফেলা হল। তাহলে বসানোই বা হল কেন, সরানোই বা হল কেন !
আশ্চর্যের এখানেই শেষ নয়। বিকেলে আবার নিজেরই মূর্তি বিভ্রাটে তদন্ত কমিটি গঠন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে শনিবার রাজভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই এই মূর্তি উন্মোচন করেন সি ভি আনন্দ বোস।
এই ছবি প্রকাশ্যে আসতেই X হ্য়ান্ডেলে শিক্ষামন্ত্রী তীর্যক মন্তব্য, 'এ তো পুরো জটায়ু!! রাজভবনে ম্য়াকমোহন' ব্রাত্য বসু আরও লেখেন, নিজেই নিজের মূর্তি উন্মোচন করলেন রাজ্যপাল। এরপর থেকেই চলছে বিতর্ক।
এই প্রেক্ষাপটে রবিবার রাজভবন মিডিয়া সেলের তরফে X হ্য়ান্ডেলে লেখা হয়,'অনেক শিল্পী তাদের শিল্পকর্ম মাননীয় রাজ্যপালকে উপহার দেন। অনেক চিত্রশিল্পী মাননীয় রাজ্যপালের প্রতিকৃতি এঁকে তাঁকে উপহার দিয়েছেন। অনুরূপভাবে, এক সৃষ্টিশীল ভাস্কর মাননীয় রাজ্যপালের একটি মূর্তি তৈরি করে উপহার দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাকে ‘নিজের মূর্তি উন্মোচন’ বলে উল্লেখ করা হয়েছে।'
সোমবার, ফের রাজভবন মিডিয়া সেলের তরফে X হ্যান্ডেলে লেখা হয়, '২০২৪ সালের ২৩ নভেম্বর একটি বিশেষ মুহূর্তে মাননীয় রাজ্যপাল একটি আবক্ষ মূর্তি গ্রহণ করেন, যা এক ‘সাধারণ’ ভাস্কর তৈরি করেছিলেন। এই ভাস্কর কখনো মাননীয় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেননি বা কখনো রাজভবন, কলকাতা পরিদর্শন করেননি। তিনি পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন এবং তাঁর শিল্পকর্মটি রাজ্যপালের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে উৎসারিত। এই মূর্তি, যা মাননীয় রাজ্যপালের নেতৃত্বের দুই বছরের পূর্তি উদযাপনের জন্য নিবেদিত, এক অভূতপূর্ব শ্রদ্ধার প্রকাশ।'
এরপরই, সোমবার বিকেলে রাজভবনের তরফে জানানো হয়, রাজভবনে মূর্তি কাণ্ডে তদন্ত কমিটি গঠন করেছেন রাজ্যপাল। সূত্রের খবর, প্রোটোকল ভেঙে কীভাবে ওই মূর্তি ওখানে বসানো হয় সেই তদন্ত করবে কমিটি। এই তদন্তকে 'এসব তদন্ত এগুলো লোকদেখানো হাস্যকর কাজকর্ম' বলে কটাক্ষ করেছেন। সবমিলিয়ে, রাজ্য়পালের মূর্তি বিতর্ক নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।
আরও পড়ুন : চিন্ময় প্রভুর গ্রেফতারির পর হিন্দুদের প্রতিবাদে উত্তাল ঢাকা, চট্টগ্রাম, সেখানেও 'আক্রমণ অতর্কিতে'