Congress: বিদ্রোহী জামাই, তৃণমূল ছেড়ে কংগ্রেসে, কী মন্তব্য ফিরহাদের ?
আগেও বিদ্রোহী হতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময় কোনও রকমে সামাল দেওয়া গিয়েছিল পরিস্থিতি। এবার আর সামলানো গেল না। তৃণমূল (TMC) ছেড়ে কংগ্রেসে (Congress) যোগ দিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক ইয়াসের হায়দর (Yasser Haidar)। রাজ্যের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ফিরহাদ হাকিমের (Firhad Hakim) জামাই ইয়াসের।
শনিূবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ইয়াসেরকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন। সেখানেই ইয়াসিনের তৃণমূল থেকে কংগ্রেসে যোগদানের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। অধীরের পাশে বসে ইয়াসের বলেন, "আমি আগে যে দলে ছিলাম, সেখানে কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। কংগ্রেসে আসার ইচ্ছা ছিল বহুদিনের। অধীর আছেন এখানে। অনেক দিন ধরেই যোগাযোগ ছিল সৌমেন পালের সঙ্গে। কংগ্রেসে আসার একটাই কারণ, দলের সদস্য হয়ে কাজ করতে চাই। তৃণমূলে আমি রাজনীতিক হিসেবে নই, সমাজ সেবক হিসেবে পরিচিত ছিলাম। মানুষের সঙ্গে সংযোগ তৈরি কার প্রয়োজন। সেটা আমার রয়েছে। অধীরবাবুকে দেখে অনুপ্রাণিত হয়েছেন।"
দলে কাজ করতে পারছিলেন না, সেটা কি তৃণমূল নেতৃত্বকে জানিয়েছিলেন ইয়াসের? উত্তরে বলেন, "কংগ্রেসে যোগ দিয়েছি, তাই বলতে দ্বিধা নেই যে, তোলাবাজি, দুর্নীতি যত দেখেন আপনারা, আমি কখনওই জড়িত ছিলাম। দলের হয়ে ১২০ শতাংশ দিয়েছিলাম। ২০২১-এ কেন নাম উঠল না তালিকায়, জানতে পারিনি। এতদিন কাজ করেছি, রাজনীতি আমার মধ্যে ঢুকে গিয়েছে। আমি মানুষের সেবা করতে চাই। তৃণমূল আগে কংগ্রেসই ছিল। কংগ্রেসের প্রতি আমাদের ভারতীয়দের একটা ভালবাসা রয়েছে।"