এক্সপ্লোর
Ayodhya Ram Temple: রামলালাকে দেখতে সীতার দেশ নেপাল থেকে হাজির বহু মানুষ
২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এক সপ্তাহ আগে, কাল থেকেই শুরু হয়েছে নানারকম আচার-বিধি পালন। আজ রামচন্দ্রের বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় শোভাযাত্রা হবে। মঙ্গল কলসে সরযূ নদীর জল নিয়ে রাম মন্দিরে আসবেন ভক্তরা। মন্দিরের একেবারে ধ্বজার নীচে থাকবে গর্ভগৃহ। সেখানেই অধিষ্ঠিত হবেন রামলালা। মন্দিরে ঢোকার পথ বা সিঁড়ির নাম দেওয়া হয়েছে সিংহদ্বার। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই সোজা দেখা যাবে গর্ভগৃহ। দেখা মিলবে রামলালার। রামলালাকে দেখতে সীতার দেশ নেপাল থেকে হাজির হয়েছেন বহু মানুষ।
আরও দেখুন






















