T-20 World Cup: টি-২০ বিশ্বকাপের ফাইনালের আগে কী প্রতিক্রিয়া সৌরভের ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শেষ পর্যন্ত কাটবে কি খরা? শনিবার টি-২০ বিশ্বকাপের (t20 world cup) মুকুট কি উঠবে রোহিতদের মাথায়? গত বছর ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল থেকেও খালি হাতে ফিরতে হয়েছিল। এবার কি ছবিটা পাল্টাবে টিম ইন্ডিয়া? অস্ট্রেলিয়া নয়, সামনে এবার দক্ষিণ আফ্রিকা। বরাবরের 'চোকার' হিসেবেই যাদের বদনাম। কিন্তু, এবার মার্করাম, ডি-কক, ক্লাসেনদের যা পারফরম্যান্স, তাদের হাল্কাভাবে দেখার কোনও কারণ নেই। ৫০ ওভারের বিশ্বকাপের মত এবারও আগাগোড়া অপরাজিত থেকেই ফাইনালে টিম ইন্ডিয়া। রোহিত ব্যাট হাতে আগাগোড়া বিধ্বংসী ফর্মে। সেমিফাইনালে বাজিমাত করেছেন স্পিনাররা। সঙ্গে বুমরাহ-ম্যাজিক তো আছেই। ফাইনালে বিরাট যদি ফর্মে ফেরেন তাহলে প্রোটিয়াদের ম্যাচে ফেরা কঠিন। শক্তিশালী প্রোটিয়া ব্রিগেডকে উড়িয়ে ব্রিজটাউনে ট্রফি উঠুক রোহিতদের হাতে, এই আশায় বুক বাঁধছে গোটা দেশ।






















