এক্সপ্লোর
Tripura vote : ত্রিপুরায় ভোট নিরাপত্তায় নামানো হয়েছে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
আজ ত্রিপুরা (Tripura) বিধানসভার হাইভোল্টেজ নির্বাচন। ৬০টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট ২৫৯ জন প্রার্থী। ভোটার সংখ্যা ২৮ লক্ষ ১৪ হাজার ভোটার (Voter)। মোট বুথের সংখ্যা ৩ হাজার ৩৩৭। এর মধ্যে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর মিলিয়ে বুথের রয়েছে প্রায় ১১০০টি। ভোট নিরাপত্তায় নামানো হয়েছে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
৮৫৬ কিলোমিটার এলাকায় ভারত বাংলাদেশের সীমান্ত কাঁটাতার এর ওপারে ১২০ বর্গমিটার ভারতের ভূখণ্ড। সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিকরা কাঁটাতারের এপারে এসে ভোট অধিকার প্রয়োগ করেন। রামনগর বিধানসভা কেন্দ্রে জয়পুর নিম্ন বুনিয়াদী স্কুলে দুটো বুথে ওপারের পাঁচ পরিবারের ১৬ জন ভোটার রয়েছেন। এই রামনগর কেন্দ্রেই তৃণমূল প্রার্থী ত্রিপুরার রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের ছেলে পূজন বিশ্বাস।আরও দেখুন

















