Tripura vote: ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি
৮৫৬ কিলোমিটার এলাকায় ভারত বাংলাদেশের সীমান্ত কাঁটাতার এর ওপারে ১২০ বর্গমিটার ভারতের ভূখণ্ড। সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিকরা কাঁটাতারের এপারে এসে ভোট অধিকার প্রয়োগ করেন। রামনগর বিধানসভা কেন্দ্রে জয়পুর নিম্ন বুনিয়াদী স্কুলে দুটো বুথে ওপারের পাঁচ পরিবারের ১৬ জন ভোটার রয়েছেন। এই রামনগর কেন্দ্রেই তৃণমূল প্রার্থী ত্রিপুরার রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের ছেলে পূজন বিশ্বাস।
ত্রিপুরার (Tripura) ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর ও দুর্লভপুরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ
অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে
প্রতিবাদে পথ অবরোধ ভোটারদের
পরে পুলিশ (Police) ও কেন্দ্রীয় বাহিনী তাঁদের ভোটকেন্দ্রে নিয়ে যায়
গন্ডগোলের দায় বাম-কংগ্রেসের ঘাড়ে চাপিয়েছে গেরুয়া শিবির

















