এক্সপ্লোর
তীব্র গরমে নাজেহাল ইউরোপের বিস্তীর্ণ অংশ, ফ্রান্সে তাপমাত্রা পেরোল ৪৫ ডিগ্রি, স্পেনে দাবানলের দাপট
1/6

তাপপ্রবাহের সঙ্গে ইউরোপে এই দাবানলের এই সমস্যা দেখা দিয়েছে। স্পেনের আবহাওয়া বিভাগের পূর্বাভাস, দেশের একটি বিস্তীর্ণ অংশে শনিবার তাপমাত্রা ৩৬ ডিগ্রি হতে পারে।মাদ্রিদ সহ মধ্যাঞ্চল ও দক্ষিণে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। উত্তর-পূ্র্বাঞ্চলের কোনও কোনও অংশে তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে। আগামী রবিবার থেকে ইউরোপে তাপপ্রবাহ কমতে পারে বলে আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে।Image: Twitter @VictorLeonardi2
2/6

টোলেডো শহর থেকে ৬০ কিমি দূরে অন্য একটি দাবানলের কারণে ২২ জন বাসিন্দাকে সরিয়ে আনতে হয়। ঝোড়ো হাওয়ায় ওই আগুন নেভানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। হেলিপপ্টার থেকে জল ছড়িয়ে দমকলকর্মীদের আগুন নেভানোর কাজে সাহায্য করা হচ্ছে। ক্যাটালোনিয়া অঞ্চলের উত্তর-পূর্বাংশে একটি বড়সড় দাবানল অবশেষে নিয়ন্ত্রণে আনা গিয়েছে। স্থানীয় সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে, আজকের আবহাওয়ার পরিস্থিতিও চরমে থাকবে। (Photo by Handout / Bombers Generalitat Catalunya / AFP)
Published at : 29 Jun 2019 06:24 PM (IST)
View More





















