(Source: ECI/ABP News/ABP Majha)
Live updates: ‘আয়ারাম গয়ারামের নতুন শব্দ মোদি’, বিধায়কদের কিনে নিয়ে কর্ণাটক সরকার ফেলে দেওয়ার চেষ্টায় বিজেপি, দাবি কংগ্রেসের
LIVE
Background
বেঙ্গালুরু: বড়সড় রাজনৈতিক চমকের অপেক্ষায় রয়েছে কর্নাটক। বিপদে পড়তে পারে এইচ ডি কুমারস্বামীর জোট সরকার। ৮ কংগ্রেস ও তিন জেডি (এস) বিধায়কের পদত্যাগের সম্ভাবনা ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দক্ষিণের এই রাজ্যে। শাসক জোটের শরিকদের মধ্যে ক্ষমতা বন্টনের প্রশ্নে বিরোধ, সংঘাতের মধ্যেই দুদলের ওই বিধায়করা রাজ্য বিধানসভার স্পিকারের অফিসে গিয়েছেন। তাঁরা ইস্তফাপত্র জমা দিচ্ছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। ওই বিধায়ক দলের একজন, কংগ্রেসের রামলিঙ্গা রেড্ডি বলেছেন, স্পিকারকে পদত্যাগপত্র দিতে এসেছি। তবে মেয়ের কথা (কংগ্রেস বিধায়ক সৌম্যা রেড্ডি) বলতে পারছি না। ও স্বাধীন মানুষ।
Congress-JDS MLAs B C Patil,H Vishvanath, Narayan Gowda,Shivaram Hebbar,Mahesh Kumathalli,Gopalaiah,Ramesh Jarkiholi and Pratap Gowda Patil submitted their resignations to Secretary at Speaker office #Karnataka https://t.co/wPk7Iaznk8
— ANI (@ANI) July 6, 2019
এদিকে এমন পরিস্থিতিতে কংগ্রেস বিধায়ক, কর্পোরেটরদের নিয়ে এদিন পরের দিকে জরুরি বৈঠক ডেকেছেন উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর ও রাজ্যের মন্ত্রী ডি কে শিবকুমার। এএনআই শিবকুমারকে উদ্ধৃত করে বলেছে, কেউ পদত্যাগ করছেন না। আমি ওঁদের সঙ্গে কথা বলতে এসেছি।
#WATCH: Karnataka Minister DK Shivakumar leaves from Assembly along with three Congress MLAs, including Ramalinga Reddy, who were at Speaker's office. #Karnataka pic.twitter.com/ctsEEXYlU7
— ANI (@ANI) July 6, 2019
ওই বিধায়করা শেষ পর্যন্ত ইস্তফা দিল কংগ্রেস ও জেডিএসের বিধানসভায় সদস্যসংখ্যা কমে হবে যথাক্রমে ৬৯ ও ৩৪।
সব মিলিয়ে বিধানসভায় ক্ষমতাসীন জোটের শক্তি কমে দাঁড়াবে ১০৩। তবে তার চেয়েও বড় কথা, বিধানসভার সামগ্রিক শক্তি কমে ২১১ হয়ে যাবে। যার অর্থ, সেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য ১০৬টি আসন লাগবে, যা বিজেপির হাতে থাকা বিধায়কসংখ্যা থেকে একটি কম।