LIVE: দেশে ‘ফের একবার মোদি সরকার’, আসন বাড়বে কংগ্রেস সহ বিরোধীদের- ইঙ্গিত নিয়েলসেনের সমীক্ষায়
LIVE

Background
নয়াদিল্লি: আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে চলছে লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর একটা পর্যন্ত পশ্চিমবঙ্গের ৯টি আসনে ৪৯.৭০ শতাংশ ভোট পড়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি একাধিক বিধানসভা আসনের উপনির্বাচনও চলছে আজ। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ইভিএম বিকল হয়ে যায়। এর ফলে সমস্যা হয়।
আজ মোট ৫৯টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসী। পঞ্জাব ও উত্তরপ্রদেশের ১৩টি করে আসন, পশ্চিমবঙ্গের ৯টি আসন, বিহার ও মধ্যপ্রদেশের আটটি করে আসন, হিমাচল প্রদেশের চারটি আসন, ঝাড়খণ্ডের তিনটি আসন এবং চণ্ডীগড়ের একটি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। হিমাচলে বিশ্বের উচ্চতম বুথে প্রথম দু’ঘণ্টায় ৫৩ শতাংশ ভোট পড়েছে। এই বুথটি ১৫,২৫৬ ফুট উচ্চতায় অবস্থিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪৯।
শেষ পাওয়া খবর অনুযায়ী, দুপুর একটা পর্যন্ত উত্তরপ্রদেশে ৩৬.৪৪ শতাংশ ভোট পড়েছে। বারাণসীতে ভোটদানের হার ৩৬.৮০ শতাংশ। গোরক্ষপুরে ৩৮.১৬ শতাংশ ভোট পড়েছে। এখানে ভোট দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
