(Source: Poll of Polls)
Live updates:বিজেপি-বিরোধী মহাজোট গঠন নিয়ে মমতার সঙ্গে কথা বলতে কালীঘাটে চন্দ্রবাবু, চা খেয়ে চলে যাবেন, কিছু হবে না! কটাক্ষ দিলীপের
LIVE
Background
কলকাতা: কলকাতায় আসছেন চন্দ্রবাবু নাইডু। তেলুগু দেশম পার্টি (টিডিপি) সুপ্রিমো কথা বলতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কেন্দ্রে ভোট-পরবর্তী বিজেপি-বিরোধী মহাজোট গড়ে গেরুয়া জোট এনডিএর ক্ষমতায় ফেরা রুখতে সক্রিয় চন্দ্রবাবু দফায় দফায় গত কয়েকদিন ধরেই বৈঠক করছেন বিরোধী শিবিরের শীর্ষ নেতানেত্রীদের সঙ্গে। এবার তিনি কথা বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। সূত্রের খবর, মহগঠবন্ধন গঠনের কৌশল নিয়ে সোমবার অপরাহ্নে রাজ্য সচিবালয়ে তাঁদের আলোচনা হবে।
২৩ মে লোকসভা ভোটের ফল বেরনোর আগে বিরোধী দলগুলিকে নিয়ে মহাজোট করতে চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকে গত কয়েকদিন ধরে বিরোধীদের নেতাদের সঙ্গে তাঁর কী কথা হল, সে ব্যাপারে মমতাকে অবহিত করবেন তিনি।
রবিবারও প্রচণ্ড ব্যস্ত ছিলেন চন্দ্রবাবু। সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, এনসিপি প্রধান শরদ পওয়ার, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে বৈঠক করেন তিনি। শনিবার তাঁর কথা হয় সমাজবাদী পার্টি (সপা) প্রধান অখিলেশ সিংহ যাদব, বহুজন সমাজ পার্ট (বসপা)নেত্রী মায়াবতীর সঙ্গে।
গতকাল শেষ দফার ভোট মিটে যাওয়ার পর বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত এক্সিট পোলের ইঙ্গিত, সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফের কেন্দ্রে সরকার গড়তে চলেছে এনডিএ। কয়েকটি সমীক্ষায় তো বলা হয়েছে, বিজেপি-এনডিএ সংখ্যাগরিষ্ঠতার ২৭২ আসনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩০০-র বেশি সিট জিতে হেসেখেলে সরকার গড়ছে।
যদিও সেই ইঙ্গিত খারিজ করে মমতা বলেছেন, এসব গসিপ! ইভিএম কলকাঠি নাড়ানোর জন্য এধরনের সমীক্ষাকে কাজে লাগানোর গেমপ্ল্যান রয়েছে। তাঁর এর ওপর ভরসা নেই। এই প্রেক্ষাপটেই আজ বসছেন মমতা, চন্দ্রবাবু।
কালীঘাটে চন্দ্রবাবু-মমতা বৈঠক, দিলীপের কটাক্ষ, ‘চা খেয়ে চলে যাবেন, আর কিছু হবে না’