LIVE UPDATES: ‘হরিয়ানা ও মহারাষ্ট্রের মানুষকে ধন্যবাদ’, ফলপ্রকাশের পর বার্তা প্রধানমন্ত্রীর
LIVE
Background
নয়াদিল্লি: আজ মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা ও ফলপ্রকাশ। সকাল আটটা থেকে শুরু হবে গণনা। বিকেলের মধ্যেই সম্পূর্ণ ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে। লোকসভা নির্বাচনের পর এটাই বিজেপি-র প্রথম বড় পরীক্ষা। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই হরিয়ানা ও মহারাষ্ট্রে কেন্দ্রের শাসক দলের ক্ষমতায় ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই সমীক্ষায় উৎসাহিত বিজেপি নেতা-কর্মীরা।
মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা আসন। এই রাজ্যে বিজেপি-শিবসেনার সঙ্গে মূল লড়াই কংগ্রেস-এনসিপি-র। হরিয়ানায় বিজেপি-র প্রতিপক্ষ কংগ্রেস ও জননায়ক জনতা পার্টি। এই রাজ্যে মোট আসন ৯০। মহারাষ্ট্র ও হরিয়ানায় ক্ষমতায় রয়েছে বিজেপি। দুই রাজ্যেই পালাবদলের সম্ভাবনা কম বলে মনে করছে রাজনৈতিক মহল।
মহারাষ্ট্রে যে প্রার্থীদের দিকে সবার নজর থাকবে তাঁদের অন্যতম মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (নাগপুর দক্ষিণ-পশ্চিম), আদিত্য ঠাকরে (ওরলি), অজিত পওয়ার (বরামতী), পৃথ্বীরাজ চবন (করদ দক্ষিণ), অশোক চবন (ভোকর)।
হরিয়ানায় রাজনৈতিক মহলের নজর থাকবে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার (কার্নাল), রণদীপ সূরজেওয়ালা (কৈঠাল), যোগেশ্বর দত্ত (বরোদা) ও ববিতা ফোগত (দাদরি)।