live updates: গাড়ি দুর্ঘটনায় জখম উন্নাওয়ের ধর্ষিতা, আইনজীবী 'সঙ্কটজনক', বিজেপি বিধায়ক শেনগারের বিরুদ্ধে খুনের মামলা
LIVE
Background
লখনউ: উন্নাওয়ে বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগারের বিরুদ্ধে তাকে ধর্ষণের অভিযোগ তুলে শোরগোল ফেলা তরুণীর গাড়ি দুর্ঘটনায় জখম হওয়ার খবরে শোরগোল। রবিবার দুপুরে গাড়ি দুর্ঘটনায় তরুণী ও তাঁর আইনজীবী জখম হয়েছেন। নিহত হয়েছেন নির্যাতিতার দুই আত্মীয়া। তাঁরা যে গাড়িতে যাচ্ছিলেন, রায়বেরিলির গুরুবক্সগঞ্জে একটি ট্রাকের সঙ্গে তার সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, তরুণী ও বাকিরা যাচ্ছিলেন রায়বেরিলি জেলার কারাগারে। সেখানে আছেন তরুণীর কাকা। গাড়ির চালকের আসনে ছিলেন ওই আইনজীবী।
গাড়ির নিহত দুই মহিলা ১৯ বছরের ধর্ষিতার কাকিমা বলে নিশ্চিত করেছেন লখনউ জোনের পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল রাজীব কৃষ্ণ। ধর্ষিতা ও তাঁর আইনজীবীর চিকিত্সা চলছে লখনউয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে। দুজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন রায়বেরিলির এএসপি শশী শেখর সিংহ।
নির্যাতিতার পরিবার অভিযোগের আঙুল তুলেছে উন্নাওয়ের বঙ্গারমৌয়ের বিজেপি বিধায়ক সেনগারের দিকে। তিনি ষড়যন্ত্র করে দুর্ঘটনা ঘটিয়েছেন বলে তাদের দাবি। বর্তমান সেনগার আছেন সীতাপুরের জেলে। উন্নাওয়ে নির্যাতিতার এক আত্মীয় বলেছেন, আমাদের ভয় দেখিয়ে মামলা চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতেই বিধায়ক, তাঁর সঙ্গীসাথীরা দুর্ঘটনার ছক করেছেন। গ্রামের সকলেই জানত ওরা রায়বেরিলির জেলে যাবে।
কেন ধর্ষিতার জন্য নিযুক্ত হওয়া নিরাপত্তাকর্মী রবিবার তার সঙ্গে ছিল না, সেই প্রশ্নও উঠেছে। যদিও উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি ও পি সিংহের দাবি, তার নিরাপত্তায় কোনও গাফিলতি হয়নি। গাড়িতে সবার জায়গা হবে না বলে মেয়েটি নিজেই তার জন্য নিযুক্ত নিরাপত্তারক্ষীকে সঙ্গে না পাঠানোর অনুরোধ করেছিল। আমরা নিরপেক্ষ, স্বাধীন তদন্ত করব। প্রাথমিক তদন্তে এটা নিছক দুর্ঘটনাই, অতিরিক্ত গতিতে ছুটে আসা ট্রাকের জন্য। তবে পরিবারটি চাইলে আমরা মামলাটি তাদের হাতে তুলে দেব।
নে