LIVE: ৮ দিন তল্লাসির পর অরুণাচলপ্রদেশে মিলল এএন-৩২র ধ্বংসাবশেষ
LIVE
Background
নয়াদিল্লি: ৮ দিন আগে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় বায়ুসেনার বিমান এএন-৩২। ৩ জুন জোরহাট থেকে ওড়ার কিছুক্ষণ পর থেকে আর যোগাযোগ করা যায়নি বিমানটির সঙ্গে। চিন সীমান্তে মেনচুকা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে বিমানটি নামার কথা ছিল। কিন্তু মাঝ আকাশ থেকে কোথায় গেল ১৩ জন যাত্রীসহ বায়ুসেনার বিমান, রহস্য ঘনাচ্ছিল বিষয়টি ঘিরে।
অবশেষে খোঁজ মিলল। অরুণাচলপ্রদেশের পশ্চিম সিয়াং জেলার লিপো অঞ্চল থেকে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেল।
বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকে সেনাবাহিনী, নৌসেনা ও ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ একসঙ্গে খোঁজ চালায়। নাইট টাইম সেন্সরের সাহায্যে রাতভর খোঁজ চালানো হয়। ভৌগলিক প্রতিকূলতা ও খারাপ আবহাওয়া সত্ত্বেও সন্ধান কাজ চালানো হয়েছে বলে খবর বায়ুসেনা সূত্রে।
The wreckage of the missing #An32 was spotted today 16 Kms North of Lipo, North East of Tato at an approximate elevation of 12000 ft by the #IAF Mi-17 Helicopter undertaking search in the expanded search zone..
— Indian Air Force (@IAF_MCC) June 11, 2019
বায়ুসেনার নিখোঁজ এএন-৩২ বিমানের ধ্বংসাবশেষ মিলল অরুণাচল প্রদেশে