Daily Horoscope: নতুন বছরের প্রথম দিনে লক্ষ্মীলাভ কাদের? কেমন যাবে গোটা দিন?
Daily Astrology: কেমন যাবে ২০২৪ সালের ১ জানুয়ারি? নতুন কাজের খোঁজ? তৈরি হবে প্রেমের সম্পর্ক?
কলকাতা: আগামীকাল নতনু বছরের প্রথম দিন, সপ্তাহেরও প্রথম দিন। কেমন যেতে পারে আপনার কালকের দিন (Daily Horoscope)? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
মেষ (Aries)- দিনটি ভাল যাবে। অফিসে বা কর্মক্ষেত্রে পেশাদারভাবে কাজ করা উচিত। আবেগপ্রবণ হয়ে পড়বেন না। ব্যবসায়ীরা নিজেদের লেনদেন নিয়ে সতর্ক থাকবেন। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। কোনও পারিবারিক শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
বৃষ (Taurus)- কাজ ভাল না লাগলেও মsন দিয়ে দায়িত্ব পালন করতে হবে। এরই মধ্যে নতুন চাকরিও খুঁজতে শুরু করুন। যাঁরা ব্যবসায়ী তাঁরা গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন, তাহলেই ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে। প্রেমের সম্পর্কের জন্য় ইতিবাচক দিন। কাছেপিঠে কোথাও ঘুরতে যেতেও পারেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
মিথুন (Gemini)- অফিসে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন। অকারণ কোনও তর্ক এড়িয়ে চলুন। ব্যবসায়ীরা বছরের প্রথম দিনে মুনাফা দেখতে পারেন। পরিবারের বয়স্ক সদস্যের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। নিজের পেটের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে।
কর্কট (Cancer)- কর্মক্ষেত্রে সহকর্মীরা ঈর্ষান্বিত হতে পারেন। সতর্ক দৃষ্টি রাখবেন। কারও সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ব্যবসায় অংশীদারের সঙ্গে বিবাদ হতেও পারে। মাথা ঠান্ডা করে কথা বলুন। এদিন যে কোনও ধরনের বিবাদ থেকে দূরে থাকুন। মনকে শান্ত রাখতে হবে।
সিংহ (Leo)- কাজে মনোযোগ বসবে। কোনও ভুল করা থেকে বিরত থাকুন। কোনও কিছু নিয়ে অহেতুক চিন্তা করা উচিত নয়। যাঁরা ব্যবসায়ী তাঁরা প্রচুর পণ্য কিনে জমিয়ে রাখবেন না। যেমন বিক্রি তেমনটাই পণ্য জমান। স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা হলে দ্রুত ডাক্তার দেখান।
কন্যা (Virgo)- বেতন নিয়ে চিন্তা থাকলে নতুন কাজের সন্ধান করতে থাকুন। কোনও পরিচিতির মাধ্যমে নতুন কোনও যোগাযোগ হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে সতর্ক থাকুন ব্যবসায়ীরা। চুরি রুখতে সতর্ক হোন। পরিবারের সব সদস্যের মধ্যে সম্পর্কগুলি বুঝে সেই রকম আচরণ করুন। হজমের দিকে খেয়াল রাখুন।
তুলা (Libra)- অফিসে কাজের চাপ থাকবে। প্রয়োজনে অন্য়ের কাজও করতে হতে পারে। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা বৃদ্ধির জন্য ভাবতে পারেন এদিন। মন শান্ত রাখুন, বাড়িতে কোনও অদল-বদল চাইলে বড়দের পরামর্শ নিতে হবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হলে ডাক্তাদের সঙ্গে পরামর্শ করে তবেই ওষুধ খান।
বৃশ্চিক (Scorpio)- অফিসে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকুন। কাজের দিকে মন দিন। ওষুধ সংক্রান্ত ব্য়বসা যাঁরা করছেন, তাঁদের জন্য় ভাল দিন এটি। বাড়ির সদস্যদের কথা মেনে চলার চেষ্টা করুন। জাঙ্ক-ফুড জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত।
ধনু (Sagittarius)- চাকরি বিপদে পড়তে পারে, তাই কোনও ভুল না করে গুরুত্ব সহকারে কাজ চালিয়ে যান। কাজের ত্রুটিগুলি দূর করার চেষ্টা করুন। আচরণেও পরিবর্তন আনুন। ব্যবসায়ীরা যদি অংশীদারিত্বে ব্যবসা করতে চান তবে সাবধানে সিদ্ধান্ত নিন। কোনওরকম সংক্রমণ এড়িয়ে চলুন।
মকর (Capricorn)- কোনও গুরুত্বপূর্ণ মিটিং থাকতে পারে এদিন। মিটিংয়ের আপনার কাজ দেখিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেকনজরে পড়তে পারেন আপনি। পদোন্নতিও হতে পারে। ব্যবসায়ীরা রাগবেন না, মাথা ঠান্ডা রাখুন। খরচ নিয়ন্ত্রণ করতে হবে, বাবা-মায়ের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে আপনাকে। কোনওরকম মাদক সেবন থেকে সতর্ক থাকুন।
কুম্ভ (Aquarius)- নতুন চাকরিতে যোগ দিয়ে থাকলে সবসময় সেদিকে বিশেষ নজর দিন। অংশীদারি ব্যবসায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কারও কারও ক্ষেত্রে আচরণের কারণে বাড়ির পরিবেশ একটু ভারী থাকতে পারে।
মীন (Pisces)- আপনি যদি নতুন চাকরির খোঁজে থাকেন, তাহলে চিন্তা করবেন না। শীঘ্রই চাকরি সংক্রান্ত কিছু সুখবর পেতে পারেন। ব্যবসায়িক ব্যক্তিদের সম্পর্কে কথা বললে, ব্যবসায়ীরা তাঁদের ব্যবসায় উন্নতির সুযোগ পেতে পারেন। ব্যবসা আরও বাড়ানোর চিন্তা করে থাকলে বড়দের সঙ্গে পরামর্শ করতে পারেন। কাজের প্রতি মনোযোগ বজায় রাখুন। আপনি অবশ্যই সাফল্য পাবেন। পরিবারে কোনও বিবাদ চললে, তা সমাধান করার চেষ্টা করুন। শরীর এবং মন সুস্থ রাখতে, অবশ্যই আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করতে হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন: পদোন্নতি যোগ মেষের, প্রেমে সুখবর মকরের, ২০২৪-র প্রথম সপ্তাহে কী অপেক্ষা করছে আপনার জন্য?