এক্সপ্লোর
একবার সাড়ে সাতি পার করলেই কি নিশ্চিন্ত? জীবনে কতবছর পরপর ফেরে এই শনির-দশা?

শনিদেবের কাল্পনিক চিত্র
1/10

শনির সাড়ে সাতির পর্যায়ের কথা হয়ত সবাই শুনেছেন। জীবনের এই পর্যায় নিয়ে সকলেই টেনশনে থাকেন।
2/10

একসঙ্গে ৩ টি রাশির সাড়ে সাতি চলে। সাড়ে সাতি শনিদেবের অবস্থানের সঙ্গে সম্পর্কিত। সাড়ে সাত বছর ধরে চলে সাড়ে সাতি।
3/10

সাড়ে সাতি মানুষের হৃদয়ে গভীর ভয় নিয়ে আসে। জীবদ্দশায় একাধিকবার আসে সাড়ে সাতি।
4/10

একজন ব্যক্তির আয়ুর উপর নির্ভর করে , কতবার তাঁর জীবনে সাড়ে সাতি আসবে। আপনি শনিদেব সাতির মধ্য দিয়ে যাচ্ছেন কিনা, তা বুঝিয়ে দেবে কয়েকটি লক্ষণ।
5/10

তবে সাড়ে সাতি মানেই প্রবল কষ্ট, তা নয়। শনিকে কষ্ট দেওয়ার গ্রহ ভাববেন না। শনি এই সময়ে অতীতের ভুলগুলি সংশোধন করতে সাহায্য করে।
6/10

মোটামুটি ২৫ বছর পর, সাড়ে সাতি ফিরে আসে। প্রতি রাশিতে আড়াই বছর করে থাকেন শনি। মোট সাড়ে ৭ বছর কোনও রাশিতে শনির প্রভাব থাকে।
7/10

শনি যে কোনও একটি রাশিতে আড়াই বছর থাকে। এইভাবে শনির রাশিচক্র সম্পূর্ণ করতে প্রায় ৩০ বছর সময় লাগে।
8/10

কোনও রাশিতে শনির সাড়ে সাতি শুরু হলে চলে ৭ বছর। এর প্রথম পর্যায়, দ্বিতীয় পর্ব , তৃতীয় পর্ব। প্রতিটি পর্বে কর্মফল অনুসারে সমস্যা চলে। মোটামুটি ২৫ বছর পরপর সাড়ে সাতি ফিরে আসে।
9/10

কখনও স্বাস্থ্য সমস্যা ভোগায়, কখনও কেরিয়ার, কখনও পেশা। একটু সাবধান পা ফেলতে হয় সে-সময়। তবে সৎ জীবনযাপন করলে এর প্রভাব অনেক কমে।
10/10

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 20 Dec 2024 08:22 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
