18 January Astrology : বিবাদে কাটবে কোন রাশির দিন, শনিবারই কার খুলবে কপাল? পড়ুন তুলা থেকে মীন রাশির ফলাফল
তুলা থেকে মীন রাশির কেমন যাবে দিন, পড়ুন রাশিফল

শনিবার খুব গুরুত্বপূর্ণ দিন জ্যোতিষশাস্ত্রের দিক থেকে। তুলা থেকে মীন রাশির কেমন যাবে দিন, পড়ুন রাশিফল ।
তুলা রাশিফল -
তুলা রাশির জাতকদের জন্য শনিবার একটি ক্ষতিকর দিন হতে চলেছে। অংশীদারিত্বে কোনো কাজ করলে ক্ষতি হবে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তবে তা ফেরত পেতে সমস্যায় পড়বেন। আপনার আয়ের উৎস বাড়বে। যেকোনো বিতর্ক থেকে দূরে থাকতে হবে।
বৃশ্চিক রাশিফল -
বৃশ্চিক রাশির জাতকদের জন্য শনিবার একটি চাপের দিন হতে চলেছে। দীর্ঘ দূরত্বের যাত্রায় যেতে হতে পারে। আপনি কিছু অপ্রত্যাশিত ব্যয়ের সম্মুখীন হবেন । অংশীদারিত্বে কোনো কাজ করলে তাতে সমস্যা হতে পারে। আপনার স্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বড় বিনিয়োগের কথা ভাবতে পারেন। বাবা আপনার কাজের ব্যাপারে কিছু পরামর্শ দিতে পারেন।
ধনু রাশিফল –
শনিবার আপনার জন্য একটি নতুন কিছু করার দিন । কাজে মনোনিবেশ করতে হবে। আপনার মন আধ্যাত্মিক কার্যকলাপের দিকে অগ্রসর হবে। কারো সম্পর্কে খারাপ চিন্তা করবেন না । কর্মক্ষেত্রে আপনার দায়িত্ববোধ বজায় রাখুন। স্বাস্থ্য আগের থেকে ভালো হবে।
মকর রাশিফল -
সাবধানে যানবাহন ব্যবহার করতে হবে। পুরানো রোগ দেখা দিতে পারে । পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ দেখা দিতে পারে। ব্যবসায় কোনও পুরানো লেনদেন আপনাকে ঝামেলায় ফেলতে পারে। আপনার কিছু ঘেঁটে যাওয়া কাজ ঠিকঠাক হয়ে যেতে পারে।
কুম্ভ রাশিফল -
কুম্ভ রাশির জাতকদের জন্য শনিবার ভালো দিন । অপরিচিত কাউকে বিশ্বাস না করাই ভাল। বিশ্বাস ভঙ্গ হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করবেন না। আপনার চারপাশের পরিবেশ হবে মনোরম থাকবে। চাকরিতে নতুন পদ পেতে পারেন। সন্তানদের পক্ষ থেকে কিছু ভালো খবর শুনতে পাবেন।
মীন রাশিফল -
মীন রাশির জাতকদের জন্য শনিবার দিনটি ভালো যাবে। আপনার বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। সম্মান বৃদ্ধি পাবে। আইনি বিষয়ে চোখ-কান খোলা রাখতে হবে।যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তবে তাও ফেরত পেতে পারেন। আপনার সহকর্মীরা আপনাকে সহায়তা করবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন :
বৃষর জন্য 'অশান্ত দিন', কর্কটের সামনে বড় চ্যালেঞ্জ, কোন কোন রাশিকে থাকতে হবে সাবধানে? শনিবারের রাশিফল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
