18 January Astrology : বৃষর জন্য 'অশান্ত দিন', কর্কটের সামনে বড় চ্যালেঞ্জ, কোন কোন রাশিকে থাকতে হবে সাবধানে? শনিবারের রাশিফল
দেখে নিন মেষ থেকে কন্যা, কোন রাশির শনিবার কেমন কাটবে।

শনিবার এ মেষ রাশির জাতক জাতিকাদের ব্যয় বাড়তে পারে, মিথুন রাশির জাতক জাতিকাদের বড়দের পরামর্শের প্রয়োজন হবে। এছাড়াও দেখে নিন মেষ থেকে কন্যা, কোন রাশির শনিবার কেমন কাটবে।
মেষ রাশিফল -
কিছু নতুন কাজ শুরু করতে পারেন । বড় বিনিয়োগের বিষয়ে পরামর্শ নিতে হবে। ভেবেচিন্তে এগিয়ে যেতে হবে। খরচের দিকে একটু মনোযোগ দিতে হবে। খরচ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। দূরে বসবাসকারী পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু হতাশাজনক সংবাদ শুনতে পাবেন।
বৃষ রাশিফল -
বৃষ রাশির জাতকদের জন্য শনিবার একটি অশান্ত দিন হতে চলেছে। অতিরিক্ত কাজের চাপে আপনি অস্থির থাকবেন। প্রতিপক্ষের হয়রানি হবে। পুরনো কোনো রোগ সমস্যায় ফেলতে পারে। পারিবারিক কিছু সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে যেতে পারেন।
মিথুন রাশিফল -
মিথুন রাশির জাতক জাতিকারা অন্যদের থেকে ভালোবাসা ও সহযোগিতা পাবেন। লড়াই থেকে দূরে থাকা উচিত। অপ্রয়োজনীয় তর্ক হতে পারে। কোনো আইনি বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ লাগবে। মা আপনাকে কাজের ব্যাপারে কিছু পরামর্শ দিতে পারেন।
কর্কট রাশিফল -
কর্কট রাশির জাতকদের জন্য শনিবার একটি ক্ষতিকর দিন হতে পারে। কোনো সহযোগী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। নতুন কোনো কাজ শুরু করা উচিত নয় এদিন । আপনার কিছু চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই আটকে যেতে পারে। চাকরিক্ষেত্রে মন অস্থির থাকবে। পারিবারিক সমস্যা আবার দেখা দেবে।
সিংহ রাশিফল –
শনিবার সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো দিন । কিছু ভালো পরামর্শ পাবেন। কারো কথায় প্রভাবিত হওয়া এড়িয়ে চলতে হবে। একসঙ্গে বসে পরিবারের বিবাদের সমাধান করার চেষ্টা করা উচিত। কাজের ক্ষেত্রে পরিকল্পনা করে এগোতে হবে।
কন্যা রাশিফল -
কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শনিবার দিনটি অন্যান্য দিনের তুলনায় ভালো হতে পারে। পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। নতুন কোনো কাজ শুরু করতে পারেন। আপনার স্বভাবের কারণে কেউ আপনার উপর রাগ করতে পারে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















