Astro Tips : দিনের ভাল-খারাপ সময় কখন ? আজ কোনও শুভকাজ করা যায় ?
Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ২৬ শ্রাবণ, ১২ অগাস্ট -
সূর্যোদয়- সকাল ৫টা ১৫ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬টা ১০ মিনিট
কালবেলাদি- ৬:৫২ মধ্যে ও ১:১৯ গতে ২:৫৬ মধ্যে ও ৪:৩৩ গতে ৬:১০ মধ্যে
কালরাত্রি- ৭:৩৩ মধ্যে ও ৩:৭ গতে ৫:১৫ মধ্যে
যাত্রা- নেই, দিবা ৬:৫২ গতে যাত্রা শুভ পূর্বে অগ্নিকোণে ও ঈশানে নিষেধ, দিবা ৮:১৯ গতে মাত্র পূর্বে নিষেধ, দিবা ৮:৫১ গতে পুনঃ যাত্রা নেই
শুভকাজ- দিবা ৬:৫২ গতে ৮:৫১ মধ্যে বিপণ্যারম্ভ
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- আজ উদ্বেগ থাকতে পারে। যদিও পরিবারের সহায়তায় এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। অবসর সময়টা বুদ্ধি করে কাজে লাগান। আপনার খুশি অন্যের সঙ্গে ভাগ করে নিলে শুধু নিজেই উৎসাহ বোধ করবেন তা নয়, আপনার সঙ্গে যাঁরা রয়েছেন তাঁরাও আনন্দিত হবেন।
বৃষ- জীবন সম্বন্ধে ইতিবাচক মনোভাব রাখুন। ব্যবসা নিয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কাছের কেউ এক্ষেত্রে আপনাকে আর্থিক সহায়তা দিতে পারে। ভ্রমণে যেতে পারেন। যার জেরে উৎসাহিত বোধ করবেন।
মিথুন- আজ একাধিক আর্থিক সুযোগ আসবে। এনিয়ে কোনও পদক্ষেপ নেওয়ার আগে, সুবিধা-অসুবিধাগুলি দেখে নিন। প্রশংসা পেতে পারেন। বন্ধুদের সঙ্গে মজা করার সময়, নিজের সীমাবদ্ধতার কথা মাথায় রাখুন। অন্যথা, বন্ধুত্বে টানাপোড়েন হতে পারে।
কর্কট- অপ্রত্যাশিতভাবে আর্থিক চাহিদা বাড়তে পারে। স্বামী-স্ত্রী একে অপরকে সাহায্য করবেন। কারও প্রশংসা কুড়াতে পারেন। সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটতে পারে। একাকী থাকা এড়ান।
সিংহ- অপ্রত্যাশিতভাবে উপার্জনের পথ খুলে যাবে। যদি নিজের উপর বোঝা বোধ করছেন, তাহলে বন্ধুবান্ধব বা আত্মীয়দের সঙ্গে কথা বলুন। কারণ, কথা বলে হাল্কা হতে পারবেন। অতিরিক্ত খাবার খাওয়া ও পানীয় থেকে সতর্ক থাকুন। স্বাস্থ্য ভেঙে পড়তে পারে।
কন্যা- হতাশা এবং বিভ্রান্তি দূরে সরিয়ে রাখুন। অতিরিক্ত খরচে রাশ টানুন। পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। আনন্দে কাটবে দিনটি। মন ভাল হয়ে যাওয়া মেসেজ পেতে পারেন। সঙ্গী আপনাকে খুশি করার চেষ্টা করবেন। আপনার মধ্যেকার খাদ্যরসিক সত্ত্বা বেরিয়ে আসতে পারে।
তুলা- অতিরিক্ত খরচ রুখে আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্থ করতে পারেন। জ্ঞানের প্রতি আপনার তৃষ্ণা আপনাকে বন্ধু জুটিয়ে দেবে। তবে, রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে আজ একটু সতর্ক থাকুন। পার্কে বেড়াতে যেতে পারেন। প্রস্তুত থাকুন, কারণ জীবনসঙ্গীর আচরণে আপনার পেশাগত সম্পর্কে ব্যাঘাত ঘটতে পারে । যথাযথ লাইফস্টাইল মেনে চলুন।
বৃশ্চিক- সঙ্গীকে অবহেলা করবেন না। তাতে বাড়ির পরিবেশ নষ্ট হতে পারে। শপিংয়ের সময় অতিরিক্ত খরচ এড়ান। যুক্তি দিয়ে চিন্তা করুন। তাতে সাফল্য পাবেন। ব্যবসা বা কাজে অন্য লিঙ্গের কারও সঙ্গে একযোগে কাজে আর্থিক লাভ হতে পারে।
ধনু- অতিরিক্ত উত্তেজনা থেকে বিরত থাকুন। কারণ, আপনার স্নায়ুতে তার প্রভাব পড়তে পারে। ব্যবসায় কীভাবে লাভবান হবেন তা বোঝাতে পারেন আপনার কোনও পুরনো বন্ধু। ভাগ্য আজ আপনার সহায়। সঙ্গীকে অবহেলা করবেন না।
মকর- আপনার মধ্যে আধ্যাত্মিক প্রবণতা দেখা দিতে পারে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে আজ। সন্তানদের সঙ্গে কিছু ভাল সময় কাটান। তাদের নীতি-আদর্শের গুরুত্ব বোঝান। সেমিনার ও প্রদর্শনীতে যোগ দিলে আপনার জ্ঞান বাড়বে ।
কুম্ভ- স্বাস্থ্য নিয়ে চিন্তা ঝেড়ে ফেলুন। কারণ, ইতিবাচক মানসিকতা রাখলে তা আপনার শরীরে পক্ষেও উপকার। নেতিবাচকতাকে জয় করতে পারবেন। বাড়িতে কোনও কিছু পরিবর্তনের আগে বড়দের পরামর্শ নিন। অবসর সময়কে নিজের জীবনযাত্রায় এগিয়ে যাওয়ার কাজে লাগন।
মীন- আপনার দয়ালু স্বভাব আপনাকে প্রচুর আনন্দ দেবে। আপনার নিরলস চেষ্টায় আর্থিকভাবে লাভবান হবেন। রান্নাঘরের জিনিস কিনতে গিয়ে সন্ধেটা কেটে যেতে পারে। বিবাহিত জীবনে আনন্দ।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।