Astro Tips: আজ কোন সময়ে যাত্রা করলে ফল পাবেন না ? কোনও শুভকাজ করা যায় ?
Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ২৯ বৈশাখ, ১৩ মে -
সূর্যোদয়- সকাল ৫টা ২ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ৬ মিনিট
কালবেলাদি- ৬:৪০, মধ্যে ১:১২ গতে ২:৫০ মধ্যে ও ৪:২৮ গতে ৬:৬ মধ্যে
কালরাত্রি- ৭:২৮, মধ্যে ৩:৪০ গতে ৫:১ মধ্যে
যাত্রা- নেই, ৮:৩ গতে যাত্রা মধ্যম পূর্বে নিষেধ, ২:৪ গতে উত্তরেও নিষেধ, রাত্রি ৩:৪০ গতে পুনঃ যাত্রা নেই
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ রাশি- আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। হাতে টাকা আসবে। আপনার জন্য আপনার পরিবারের সদস্যরা খুশি হবেন। বাড়ির লোকের সঙ্গে ভালভাবে কথা বলুন। সঙ্গীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করুন।
বৃষ রাশি - পুরনো স্মৃতি থেকে দূরে থাকুন। সারাক্ষণ ধরে পুরনো স্মৃতি ঘাটলে মন খারাপ হবে। আপনি যদি ব্যবসার কাজে বাড়ি থেকে দূরে যান, তাহলে বাড়িতে টাকাপয়সা গুছিয়ে রাখুন।
মিথুন রাশি- ক্ষমতার বৃত্তে থাকা কারও সমর্থন পাবেন। সেই কারণে মানসিক শক্তির বৃদ্ধি হবে। দীর্ঘমেয়াদের কথা ভেবে বিনিয়োগ করা প্রয়োজন। সন্তানের কাজে গর্ব অনুভব করবেন। অবসর সময়ে সৃজনশীল কাজে মন দিন।
কর্কট রাশি- সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। যাঁরা পারিবারিক ব্যবসায়ে যুক্ত, তাঁরা সতর্ক থাকুন, ক্ষতি হতে পারে। যদি কোনও কারণে চাপ অনুভব করেন, তাহলে বন্ধুস্থানীয় কারও পরামর্শ নিন। খারাপ সময় শীঘ্রই কেটে যাবে।
সিংহ রাশি - জীবন উপভোগ করুন। যোগব্যায়ামের অভ্যাস তৈরি করতে পারেন। বিপরীত লিঙ্গের কারও সাহায্যে কর্মক্ষেত্রে বা ব্যবসায় আর্থিক উন্নতির মুখ দেখবেন। অন্যের ভুল ধরার অভ্যাস থাকলে ত্যাগ করুন।
কন্যা রাশি- আপনার প্রতি আপনার পরিবারের চাহিদা অনেকটাই বেশি। সেই কারণে কখনও কখনও বিরক্ত হতে পারেন। যাঁরা চাকরি করেন তাঁরা হাতে টাকা পেলেও খরচ হয়ে যাবে বিভিন্ন কারণে। পরিবারে কোনও সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করুন।
তুলা রাশির - নিজের জন্য সময় বের করুন। অবসর সময়ে মজা করতে পারেন। আয় বৃদ্ধির সুযোগ আছে। তার জন্য পছন্দের জিনিস কেনার টাকা হাতে আসবে। কাজের জন্য অতিরিক্ত সময় দিতে হওয়ায় পরিবারে সমস্যা তৈরি হতে পারে।
বৃশ্চিক রাশি - স্ট্রেসজনিত কারণে শারীরিক সমস্যা হতে পারে। আর্থিক প্রাপ্তি মনের মতো নাও হতে পারে। ছোট ভাই বা বোন পরামর্শ চাইতে পারে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। তাদের পছন্দমতো কোনও কাজ করতে পারেন।
ধনু রাশি- অন্তঃসত্ত্বারা নিজের খেয়াল রাখুন। হাঁটাচলার দিকে খেয়াল রাখবেন। হঠাৎ করে কোনও খরচ চলে আসতে পারে। যে কোনও সমস্যাই হোক পাশে থাকবেন আপনার সঙ্গী। নিজের কোনও বিষয় নিয়ে সমস্যা হলে, সেই বিষয়ে ভাবুন এদিন। ছোটখাট বিষয় ঝামেলা এড়িয়ে চলুন।
মকর রাশি- অন্যদের সাহায্য করা ভাল, কিন্তু নিজের ক্ষতি করে নয়। পরিচিত কেউ অর্থ সাহায্য চাইতে পারেন। কিন্তু টাকা ধার দেওয়ার আগে খেয়াল রাখুন, নয়তো ক্ষতি হতে পারে। কারও প্রাণ বাঁচাতে সাহায্য করতে পারেন। পরিবারের কোনও বয়স্ক ব্যক্তির সঙ্গে সময় কাটাতে পারেন।
কুম্ভ রাশি- আর্থিক চিন্তায় সমস্যা বাড়বে, উদ্বেগ বাড়তে পারে। তা নিয়ে পরিবারের মধ্যে সমস্যাও হতে পারে। গয়নায় বিনিয়োগ করতে পারেন, পরে লাভ মিলবে। এদিন ছুটি কাটানোর জন্য ভাল। বাইরে কোথাও ঘুরে আসতে পারেন।
মীন রাশি- এ দিন স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে না। শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে দীর্ঘমেয়াদে লাভ হতে পারে। বাড়ির দিকে খেয়াল রাখুন। কারও কারও নতুন সম্পর্কের সূচনা। দাম্পত্যজীবনে ভাল কিছু ঘটবে।