IPL 2026 Auction Live: রেকর্ড ২৫.২০ কোটি মূল্যে কেকেআরে গ্রিন, নাইট শিবিরে পাথিরানা, মুস্তাফিজুর
IPL Auction: এই বছরে মোট ৩৬৯ খেলোয়াড়ের নাম আইপিএল নিলাম উঠতে চলেছে। চলবে দর কষাকষি। কিন্তু ধরুন এই দর কষাকষিতে টাই হয়ে গেল, তখন কী হবে?
LIVE

Background
আর খানিকটা সময়ের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের মিনি নিলাম (IPL Auction 2026)। আইপিএল নিলাম মানেই টান টান উত্তেজনা। প্রিয় দল কোন ক্রিকেটারকে দলে নিল, তা দেখার, জানার আগ্রহ। এ বছরে মোট ৩৬৯ খেলোয়াড়ের নাম আইপিএল নিলাম উঠতে চলেছে। চলবে দর কষাকষি। কিন্তু ধরুন এই দর কষাকষিতে টাই হয়ে গেল, তখন কী হবে?
অবিশ্বাস্য় লাগলেও অতীতে ২০১০ কায়রন পোলার্ড, শেন বন্ড এবং ২০১২ সালে রবীন্দ্র জাডেজার নিলামের ক্ষেত্রে এমনটা হয়েছিল। সেক্ষেত্রে টাই-ব্রেকের সিক্রেট বিডের মাধ্যমে খেলোয়াড়দের বিক্রি করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই নিয়মেও হালকা বদল ঘটেছে। এমন ঘটনা ঘটবে কি না সেটা পরের বিষয়। তবে ঘটলে কী হবে সেটা আগেভাগেই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
ধরা গেল দুই বা ততোধিক ফ্র্যাঞ্চাইজি কোনও ক্রিকেটারের জন্য বিড করছে এবং তাদের একজনের টাকা শেষ হয়ে গেল। অপর অন্তত এক ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হলেও আইপিএলের নিয়ম অনুযায়ী পরবর্তী দর হাঁকানোর জন্য জরুরি অর্থে তাদের কাছে নেই, তখন তাদের 'ম্যাচিং বিড' অর্থাৎ অপর ফ্র্যাঞ্চাইজিটি ক্রিকেটারটির জন্য যে দর হাঁকিয়েছিল, সেই দর হাঁকাতে তাঁরা আগ্রহী কি না, জিজ্ঞেস করা হয়। উত্তর হ্যাঁ হলে তখন বিড টাই হয়ে যায় এবং শুরু হয় টাই ব্রেকার।
এক্ষেত্রে খেলোয়াড়টি 'ফাইনাল বিড'-র দামেই বিক্রি হন। কিন্তু কোন ফ্র্যাঞ্চাইজি তাঁকে পাবে, সেটার জন্য শুরু হয় আরেকটি দর হাঁকাহাঁকি। যে সকল ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়টির জন্য 'ফাইনাল বিড' হাঁকিয়েছিল, তাদেরকে চুপিচুপি বিসিসিআইয়ের দেওয়া খামে নতুন বিড লিখতে হবে। এই বিডে সর্বোচ্চ যে ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়টির জন্য দাম দেবে সেই তাঁক দলে পাবে। তবে এই টাকাটা কিন্তু সেই খেলোয়াড়টি পাবেন না।
IPL 2026 Auction Live: কোন ১০ বিদেশি প্লেয়ার সবচেয়ে বেশি দামে বিক্রি হল?
আইপিএল ২০২৬ নিলামের ১০ জন বিদেশি প্লেয়ার যাদের সর্বোচ্চ দাম কেনা হল?
১. ক্যামেরন গ্রিন - কেকেআর, ২৫.২০ কোটি টাকা
২. মাথিশা পাথিরানা - কেকেআর, ১৮ কোটি টাকা
৩. লিয়াম লিভিংস্টোন - এসআরএইচ, ১৩ কোটি টাকা
৪. মুস্তাফিজুর রহমান - কেকেআর, ৯.২০ কোটি টাকা
৫. জশ ইংলিস - এলএসজি, ৮.৬০ কোটি টাকা
৬. জেসন হোল্ডার - জিটি, ৭ কোটি টাকা
৭. বেন ডোয়ারশুইস - পিবিকেএস, ৪.৪০ কোটি টাকা
৮. পাথুম নিশাঙ্কা - ডিসি, ৪ কোটি টাকা
৯. কুপার কনোলি - পিবিকেএস, ৩ কোটি টাকা
১০. জ্যাক এডওয়ার্ডস - এসআরএইচ, ৩ কোটি টাকা
IPL 2026 Auction: অবিক্রিত থাকলেন ডেভন কনওয়ে
আইপিএল নিলামে অবিক্রিত থাকলেন ডেভন কনওয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তরফে এই টুইট করতেই আইপিএল এবং চেন্নাই ইন্ডিয়ানস-কে ধন্যবাদ জানিয়েছেন। ক্রিকেট মহলের মত, এই টুইট কিছুটা ব্যঙ্গার্থকই।




















