Astro Tips: আজ কৌশিকী অমাবস্যার দিনে কোনও শুভকাজ কি করা যায় ?
Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (marriage) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (Panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি (Paji) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র (Astrology) অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ২৭ ভাদ্র, ১৪ সেপ্টেম্বর -
সূর্যোদয়- সকাল ৫টা ২৬ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টা ৪১ মিনিট
কালবেলাদি- ২:৩৭ গতে ৫:৪১ মধ্যে
কালরাত্রি- ১১:৩৩ গতে ১:১ মধ্যে
যাত্রা- মধ্যম দক্ষিণে নিষেধ, রাত্রি ২:৫৪ গতে ঈশানে বায়ুকোণেও নিষেধ
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- সঙ্গীর স্বাস্থ্যের কারণে খরচ করতে হতে পারে। তবে, যে সঞ্চয় আপনি করে রেখেছেন তা অমূল্য ঠেকবে এই সময়ে। আজ ধৈর্য্য রাখতে হবে। কারণ, কর্কশ বা কটূ কথা আপনার চারপাশের মানুষকে ব্যথিত করে তুলতে পারে। রোম্যান্টিক জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। ব্যক্তিত্বের জেরে স্পটলাইটে থাকবেন। স্ত্রীর কিছু ব্যবহারের কারণে আপনি হতাশ বোধ করতে পারেন।
বৃষ- জীবনে উদারতা আনুন। এই মুহূর্তে যেভাবে জীবনযাপন করছেন তা নিয়ে নালিশ বা অভিযোগ জানিয়ে কোনও লাভ হবে না। এ ধরনের মানসিকতায় আপনার জীবনের মিষ্টতা চলে যেতে পারে। আর্থিক প্রতিবন্ধকতার জেরে পারিবারিক সংহতি নষ্ট হতে পারে। উদ্বেগমুক্ত থাকার চেষ্টা করুন। তুচ্ছ বিষয়ে সঙ্গীর সমালোচনা থেকে বিরত থাকুন। বেতন বৃদ্ধিতে উজ্জীবিত বোধ করবেন। স্ত্রীর চাহিদা আপনার উদ্বেগের কারণ হতে পারে।
মিথুন- আর্থিক বিষয়ে অনুরোধ নিয়ে আপনার দ্বারস্থ হতে পারেন কোনও বন্ধু। কিন্তু, তাঁকে সাহায্য করতে গেলে আপনার ওপর চাপ বেড়ে যেতে পারে। সন্তানদের সাফল্যে গর্ব বোধ করবেন। কর্মক্ষেত্রে আজ চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে এদিন ব্যাঘাত আসতে পারে। কোনও ভাল বইয়ের পেছনে আজ দিন অতিবাহিত হতে পারে।
কর্কট- দীর্ঘদিনের কোনও অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। অবশেষে স্বস্তি মিলবে। অন্যের সাহায্য নিয়ে আয়ের সক্ষমতা আছে আপনার। তবে, আপনার মধ্যে আত্মবিশ্বাস দরকার। সৃষ্টিশীলতার অভাব বোধ করতে পারেন। ব্যস্ত সময়সূচি থেকে নিজের জন্য বহু প্রতীক্ষিত সময় বের করতে পারবেন।
সিংহ- সন্তানদের সঙ্গে মূল্যবান সময় কাটান। তাতে আপনি উদ্বেগমুক্ত হতে পারবেন। অপ্রত্যাশিত উৎস থেকে অতিরিক্ত উপার্জন হতে পারে। কিন্তু, তাঁদের থেকে সতর্ক থাকুন যাঁরা বড় বড় প্রতিশ্রুতি দেন, কিন্তু কোনও ফল বেরোয় না। সেইসমস্ত মানুষের থেকে দূরে থাকুন যাঁরা শুধু বড় বড় কথা বলেন, কিন্তু কাজে কিছু করে দেখান না। নিজের প্রতিভা দেখানোর সুযোগ রয়েছে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে।
কন্যা- যে মানসিক চাপের মধ্যে দিয়ে চলছেন, তা থেকে স্বস্তি পেতে আজ একটু ব্রেক নেওয়ার কথা ভাবনা-চিন্তা করুন। চিত্তবিনোদন এবং আমোদপ্রমোদে নিযুক্ত হলে শান্ত থাকতে পারবেন। আপনি যদি একটি ছোট মাপের ব্যবসা চালান, তাহলে আজ ঘনিষ্ঠ আত্মীয়দের কাছ থেকে পরামর্শ নিলে আর্থিক অন্তর্দৃষ্টি লাভ করতে পারবেন। আপনার জ্ঞান এবং হাস্যরস আপনার চারপাশের লোকদের উপর ইতিবাচক ছাপ ফেলবে। আপনি যদি রোমান্টিক সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটানোর পরিকল্পনা করেন তবে পোশাকের দিকে মনোযোগ দিন, কারণ এটি আপনার প্রিয়জনের মেজাজকে প্রভাবিত করতে পারে। অফুরন্ত আত্মবিশ্বাসকে আলিঙ্গন করুন এবং নতুন সংযোগ এবং বন্ধুত্ব স্থাপনের জন্য উদ্যোগ নিন।
তুলা- মানসিক অস্বস্তি আপনার অভ্যন্তরীণ শান্তিকে ব্যাহত করতে পারে। তবে একজন বন্ধু আপনার সমস্যার সমাধানে অমূল্য উৎস হিসাবে প্রমাণিত হবে। প্রশান্তিদায়ক সঙ্গীত শোনা উত্তেজনা কমানোর জন্য একটি সহজ কিন্তু কার্যকর পদ্ধতি হতে পারে। আর্থিকভাবে, মজবুত থাকবেন। পারিবারিক ক্ষেত্রে কিছু প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। আপনার পারিবারিক দায়িত্ব অবহেলা তাদের অসন্তুষ্টির কারণ হতে পারে। আপনার নিষ্ঠা এবং প্রচেষ্টা কর্মক্ষেত্রে আপনাকে স্বীকৃতি দেবে। ভ্রমণ এবং শিক্ষামূলক প্রচেষ্টায় নিযুক্ত থাকা আপনার জ্ঞান এবং সচেতনতাকে প্রসারিত করবে।
বৃশ্চিক- ভ্রমণ এবং অর্থ ব্যয়ের ইচ্ছা প্রবল হতে পারে, তবে ভবিষ্যতে অনুশোচনা এড়াতে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা বুদ্ধিমানের কাজ হবে। আজ কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তাই বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। বৈদেশিক বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রতিভা পুরোপুরি কাজে লাগাতে পারেন। ভাল সময় কাটানোর জন্য পরিবারের ছোট সদস্যদের সঙ্গে একটি পার্ক বা শপিং মলে ভ্রমণের কথা বিবেচনা করুন।
ধনু- আজ সম্পূর্ণ বিশ্রাম নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। নতুন পারিবারিক উদ্যোগ শুরুর জন্য একটি শুভ দিন। আত্মীয়দের সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে যা ঝগড়ার কারণ হতে পারে। তবে নিশ্চিত থাকুন যে, দিনের শেষ নাগাদ সবকিছু সুরেলাভাবে সমাধান হবে।
মকর- যাঁরা হার্টের রোগী, তাঁরা কফি থেকে দূরে থাকুন। বাড়ি থেকে বেরনোর আগে বড়দের আশীর্বাদ নিন। তাতে লাভবান হবেন। নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটালে অফুরান আনন্দ পাবেন। প্রেমের জন্য কোনও পিকনিক স্পটে যেতে পারেন। কর্মক্ষেত্রে সমস্যার সমাধান করতে নিজের বুদ্ধি এবং প্রভাব খাটান। বিবাহিত জীবনে অন্যতম সেরা দিন হয়ে উঠতে পারে এটি।
কুম্ভ- কাজের দায়বদ্ধতার মধ্যেও যতটা সম্ভব বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার মধ্যে চলছেন, আজ তাঁরা অপ্রত্যাশিত স্বস্তি পেতে পারেন। আপনার ইতিবাচক মানসিকতা বাড়ির পরিবেশ বদলে দেবে। খোলামেলা এবং হৃদয়ে তৃপ্তিদায়ক কথপোকথনে নিযুক্ত হন। চারপাশের মানুষজনকে নিয়ে সতর্ক থাকুন। কারণ, আপনার কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নেওয়ার চেষ্টা করতে পারেন। সাম্প্রতিক সময়ে যাঁরা ভীষণ ব্যস্ত থেকেছেন, আজ তাঁরা ব্যক্তিগত স্তরে ভাল সময় কাটানোর সুযোগ পেতে পারেন।
মীন- সন্তানদের উপস্থিতিতে সন্ধেটা আলকোজ্জ্বলিত হয়ে উঠবে। অতীতে যে বিনিয়োগ করেছিলেন আজ তা থেকে ভাল ফল পাবেন। দিনটি খুশিতে ভরা। অন্যকে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকুন। অন্যদিনের তুলনায় আজ সহকর্মীদের সঙ্গে ভাল সমঝোতা থাকবে। নির্জন ঘরে বই পড়ে কাটাতে পারেন। যদিও বিবাহিতদের দিনটি পরিকল্পনামাফিক যাবে না।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)