Astro Tips : বিশ্বকর্মা পুজোর দিনে আজ এই শুভকাজটি করা যেতে পারে !
Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (Panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না। (astro)
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৩১ ভাদ্র, ১৮ সেপ্টেম্বর -
সূর্যোদয়- সকাল ৫টা ২৭ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টা ৩৭ মিনিট
কালবেলাদি- ৬:৫৮ গতে ৮:২৯ মধ্যে ও ২:৩৪ গতে ৪:৫ মধ্যে
কালরাত্রি- ১০:৩ গতে ১১:৩২ মধ্যে
যাত্রা- নেইষ
শুভকাজ- দিবা ১১:৩২ মধ্যে দীক্ষা
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- কোনও ক্লান্তি থাকবে না। যে কোনও কাজ উদ্যমের সঙ্গে করতে পারবেন। আয় বৃদ্ধির নতুন উপায় মাথায় আসতে পারে।
বৃষ- আটকে থাকা কাজ দ্রুত শেষ হতে পারে। কাজ শেষ করে আনন্দ পাবেন। অংশীদারি ব্যবসায় ভাল লাভ পেতে পারেন। চাকরিতে পদোন্নতি মিলতে পারে।
মিথুন-কাজের জায়গায় চাপ হতে পারে। কাজে ভুল হলেও লুকোবেন না, নয়তো সমস্যা হতে পারে। ব্যবসায়ীদের লাভ পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে।
কর্কট- আপনার কাজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হবেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বড়সড় কোনও অর্ডার পেতে পারেন। কোনও যান কিনতে পারেন এদিন।
সিংহ- মন শান্ত থাকবে। কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে। ব্যবসার কাজের জন্য বন্ধুদের সাহায্য পেতে পারেন। জীবনযাত্রার মান উন্নত হতে পারে। দাম্পত্য জীবন সুখী হবে।
কন্যা- জীবনসঙ্গী বা পুরনো বন্ধুর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। পড়ানোর সঙ্গে যুক্তদের এদিন উন্নতি হতে পারে। স্বাস্থ্য়ের দিকে আরও যত্নবান হতে পারে।
তুলা- কোনও কারণে মানসিক চাপে থাকতে পারবেন। ব্যবসায় চাপ তৈরি হতে পারে। মাথা ঠান্ডা রাখুন। নতুন চাকরির সুযোগ আসতে পারে।
বৃশ্চিক- দিনটি ভাল যাবে। আয় বৃদ্ধির সুযোগ আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবেন। বাড়ির জন্য় কিছু কিনতে পারেন।
ধনু- কাজের ক্ষেত্রে চাপ হতে পারে। কোনও কিছু নিয়ে চিন্তায় থাকবেন। পরিবার থেকে দূরে থাকতে হতে পারে। বাড়িতে কোনও অনুষ্ঠান হতে পারে।
মকর- পারিবারিক কোনও সমস্যা নিয়ে উদ্বেগে থাকতে পারেন। ছোটখাট তর্কও এদিন এড়িয়ে চলুন। কোনও পরীক্ষার প্রস্তুতি নিলে সেই কাজ চালিয়ে যেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয় নিয়ে আদালতে যেতে হতে পারে।
কুম্ভ- রাজনীতিতে যাঁরা রয়েছন, তাঁরা এদিন সাফল্য পেতে পারেন। সঙ্গীর সঙ্গে কোনও বিষয় নিয়ে বিবাদ হতে পারে, সতর্ক থাকুন। শেয়ার বাজারে আগে বিনিয়োগ করে থাকলে তার জন্য় লাভ মিলবে।
মীন- বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। তার প্রস্তুতির জন্য ক্লান্তি অনুভব করতে পারেন। পরিবারে সময় দিন। এদিন খরচ বাড়তে পারে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)