Astro Tips : গুরুত্বপূর্ণ কাজে বেরোবেন ? ভাল সময় কখন
Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৭ বৈশাখ, ২১ এপ্রিল -
সূর্যোদয়- সকাল ৫টা ১৬ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টে ৫৬ মিনিট
বারবেলাদি- ৮:২৬, গতে ১১:৩৬ মধ্যে
কালরাত্রি- ৮:৪৬, গতে ১০:১১ মধ্যে
যাত্রা- নেই
শুভকাজ- বিক্রয়বাণিজ্য, ধান্যচ্ছেদন, গোবিক্রয়াদি
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ: আজ কাজ নিয়ে চাপ থাকবে। তবে সব মিটিয়ে নিতে পারবেন। ঘরের যাবতীয় সিদ্ধান্ত আপনি নেবেন। দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এমন কোনও পরিকল্পনা আজ বাস্তবায়িত করতে পারেন। সম্পত্তিগত বিষয়ে বাকি থাকা কাজ সেরে ফেলুন।
বৃষ: কোনও আয়ের উৎসের দিকে নজর রাখুন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে আপনাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না থাকলেও ঠিকমতো কাজ করতে পারবেন আপনি। সন্তানের সাফল্যে গর্ব অনুভব করবেন।
মিথুন: হঠাৎ হাতে টাকা আসতে পারে। কোনও লটারি জাতীয় প্রতিযোগিতাতে জিততে পারেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে আপনার কাজের বাহবা অন্য কেউ নিয়ে নেওয়ার চেষ্টা করবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। কোনও সম্পত্তি থেকে আয়ের সম্ভাবনা
কর্কট: আয়ের ক্ষেত্রে টালমাটাল হতে পারে। কিন্তু তা নিয়ে চিন্তা করবেন না। লাইফস্টাইলে সামান্য বদল করেই স্বাস্থ্য ফিরে পেতে পারেন। নতুন কোনও স্কিল শিখতে পারেন, তাহলেই কাজের ক্ষেত্রে উন্নতি হতে পারে। পরিবারের কোনও কমবয়সী সদস্যকে নিয়ে চিন্তায় থাকতে পারেন।
সিংহ: খরচে সামাল দিতে হবে। যাঁরা স্বাস্থ্য নিয়ে সমস্যায় থাকবেন, তাঁরা এবার উন্নতি দেখতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চিন্ত হবেন। ঘরোয়া বিষয়ে অত্যন্ত ব্যস্ত থাকবেন। লং ড্রাইভে যেতে পারেন।
কন্যা: দ্রুত আর্থিক পরিকল্পনা তৈরি করা প্রয়োজন। ভবিষ্যতে সঞ্চয়ের কথা ভেবে এই কাজ করতেই হবে। এতদিন ধরে মানসিক ভাবে যা নিয়ে চাপে রয়েছেন, তা মিটে যাবে। সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা। বাড়ি তৈরি বা বাড়ি সংস্কারের কাজে হাত দিতে পারেন।
তুলা: ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়বেন, কেরিয়ারে উন্নতির যোগ আসছে। আর্থিক দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারেন। কয়েকদিন ধরে যা নিয়ে সমস্যা হয়েছে, সেগুলি ধীরে ধীরে মিটে যাবে। এদিন কোনও সম্পত্তি সংক্রান্ত লেনদেন করবেন না। শরীরচর্চায় মনোযোগ দিন।
বৃশ্চিক: দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা হাতে আসবে। এক এক করে কাজ শেষ করুন, অতিরিক্ত চাপ নেবেন না। পরিবারের একাধিক কাজে ব্যস্ত থাকতে পারেন। নতুন কোনও সম্পত্তি হাতে আসতে পারে এদিন।
ধনু: আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। শরীরচর্চার কোনও রুটিন শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাবে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন এমন কারও সঙ্গে দেখা হতে পারে। কারও কারও কোনও জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারেন।
মকর: পরিবারের কোনও প্রয়োজনীয় কাজ আজ সেরে ফেলতে পারেন। ভাল কোনও জায়গায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে ভবিষ্যতে ভাল লাভ পেতে পারেন। কাজের জায়গায় বড়সড় কিছু ঘটনার সম্ভাবনা নেই। ভাল কোনও জায়গায় সম্পত্তি খোঁজ আসতে পারেন।
কুম্ভ: আয় বৃদ্ধির জন্য নতুন পদ্ধতির খোঁজ। শরীরের দিকে খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে দুরন্ত উন্নতির যোগ রয়েছে। পরিবারের ছোটদের দিকে নজর দিন। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ভাল সময় কাটানোর সম্ভাবনা রয়েছে।
মীন: শরীরচর্চা প্রয়োজন কিন্তু অতিরিক্ত করবেন না। আজ আর্থিক ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাল দিন নয়। অর্থের টানাটানির কারণে সাময়িক ভাবে কোনও পরিকল্পনা ধাক্কা খেতে পারে। সামাজিক অনুষ্ঠানে যাওয়ার সম্ভাবনা।
ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।