Astro Tips : আজ কি কোনও শুভকাজের যোগ আছে ?
Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৭ মেঘ, ২২ জানুয়ারি-
সূর্যোদয়- সকাল ৬টা ২৬ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫ টে ১২ মিনিট
বারবেলাদি- ১০:২৮, ১:১০
কালরাত্রি- ১:২৮, ৩:৮
যাত্রা- নেই
শুভকাজ- গাত্রহরিদ্রা, গ্রহপুজো
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল-
- মেষ- আজ চাপ এবং স্থিরতা বজায় থাকবে। ফলে মানসিক শান্তি ফিরে পাবেন। লোন দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন। বন্ধুদের সঙ্গে ভেবে কথা বলুন। না হলে সম্পর্ক খারাপ হতে পারে। অযাচিত কোনও বিষয় নিয়ে চিন্তা করবেন না। ভুল করে থাকলে সম্পর্কের স্বার্থে ক্ষমা চেয়ে নিন।
- বৃষ- অতীতের কোনও বিনিয়োগ আজ লাভজনক হতে পারে। ভয়ের কারণে খুশি নষ্ট হতে হবে। মানসিক শান্তি বজায় রাখার জন্য নিজেকেই উদ্যোগ নিতে হবে। নিজেদের প্রতিদিনের রুটিন থেকে ছুটি নিয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটান।
- মিথুন- আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। তাতে সার্বিকভাবে আপনার সাফল্য আসতে পারে। অতিরিক্ত মানসিক চাপের কারণে নিজেরই সমস্যা বাড়বে। স্বাস্থ্য বজায় রাখতে বিশ্রাম নিন। আপনার কথার কারণে পরিবারের সদস্যরা রেগে যেতে পারেন।
- কর্কট- সৃজনশীলতা এবং এনার্জির কারণে আজ ভাল কোনও ফল পাবেন। আজ কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ভ্রমণের জেরে ক্লান্তি অনুভব করবেন। তবে এর ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে। সঙ্গী সঙ্গে ভাল সময় কাটবে। তাঁর থেকে কোনও উপহার পেতে পারেন।
- সিংহ- সমস্যা সমাধান দ্রুত করতে পারবেন। নিজের কাজে উন্নতি করতে উদ্যোগী হন। মনে হতে পারে আপনি আপনার দিনটা নষ্ট করছেন। তাই ঠিক মতো প্ল্যান করে কাজ করুন। আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সমস্যা বাড়তে পারে।
- কন্যা- আজ হাতে টাকা থাকবে না। খরচ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন। হাতে যথেষ্ট সময় থাকলে সৃজনশীল কাজে মন দিন। কাছের মানুষ আপনার থেকে সুযোগ নিতে পারে।
- তুলা- রিয়েল এস্টেটের কাজ, টাকা-পয়সা লেনদেনের জন্য আদর্শ দিন। আজ কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। তাতে মানসিক শান্তি বাড়বে। আজ নতুন কিছু শিখতে পারেন। বাড়ির কাজে সন্তানের সাহায্য পাবেন।
- বৃশ্চিক- টাকা জমানোর ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন। তবে চিন্তার কোনও কারণ নেই। পরিস্থিতির উন্নতি হবে দ্রুত। রান্নাঘরের সরঞ্জাম কিনবেন আজ। মনের কথা বলতে ভয় পাবেন না। আত্মীয়দের কারণে সঙ্গীর সঙ্গে সমস্যা বাড়বে। সারাদিন না বসে থেকে ভাল গল্পের বই পড়তে পারেন।
- ধনু- বন্ধুদের সাহায্যে ব্যবসায় সাফল্য আসবে। তাতে আর্থিক সমস্যা মিটতে পারে। প্রয়োজনে বন্ধুদের সাহায্য পাবেন। ভালবাসার মানুষের অনভূতি বোঝার চেষ্টা করুন। রাস্তাঘাটে বুঝে চলাফেরা করুন।
- মকর- জীবনের কোনও সমস্যা সমাধান করার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা প্রয়োজন। আপনার কথায়, পরিবারের কোনও সদস্য আঘাত পেতে পারেন। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। ধর্মীয় বিষয়ে ঝোঁক থাকবে। নাতি-নাতনিদের থেকে খুশির বার্তা পাবেন।
- কুম্ভ- শারীরিক অবস্থার উন্নতি পারে। ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। বড় কোনও ব্যবসা শুরু করতে চাইলে ভেবে চিন্তে টাকা বিনিয়োগ করতে হবে। আপনার চিন্তাধারা অনুযায়ী দিন কাটাতে পারবেন না।
- মীন- রাগ সংযমে রাখুন। অফিসে ভেবে কথা বলুন। ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বাবা-মায়ের সঙ্গে আলোচনা করতে পারেন। তাঁদের সাহায্য পাবেন। কঠোর পরিশ্রমের দিকে মনোযোগ দিন। সম্পর্কে উন্নতির সম্ভাবনা।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।