Happy New Year 2026: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬: ফেস্টিভ মুডে শহর থেকে জেলা, বর্ষবরণ উদযাপনে ব্যস্ত কলকাতা
নাচে-গানে মাতোয়ারা ছোট থেকে বড়। ফেস্টিভ মুডে শহর থেকে জেলা। বর্ষবরণ উদযাপনে ব্যস্ত কলকাতা। রাতের সঙ্গে সঙ্গে বাড়ছে উন্মাদনা। কলকাতা থেকে জেলা, সকলে মেতেছে আনন্দে। নাচে মাতোয়ারা ছোট থেকে বড়। শীতের আমেজে পার্ট মুডে রাজ্যবাসী। বর্ষবরণের উদযাপনে শহরবাসী। বর্ষবরণের উচ্ছ্বাস, আনন্দে মেতেছে গোটা বিশ্ব। বিদায় ২০২৫, স্বাগত ২০২৬। নতুন বছরকে স্বাগত জানাচ্ছে গোটা দেশ। সেলফি , খাওয়া-দাওয়া চলছে সেলিব্রেশন। অসাধারণ আলোর রোশনাই বর্ষবরণ, স্বাগত ২০২৬। নতুন বছরের প্রথম দিন কলকাতার নানা দর্শনীয় স্থানে মানুষজনের ভিড়। নিক্কো পার্কের নানা জয় রাইডের আনন্দ উপভোগ করছেন প্রচুর মানুষ। কেউ কেউ ভিড় জমিয়েছেন ইকো পার্কে। পাশাপাশি রয়েছে সায়েন্স সিটিতেও ছোট-বড়দের ভিড়। সকলেই নতুন বছরের প্রথম দিনটা চুটিয়ে উপভোগ করে নিতে চাইছেন।



















