Astro Tips : আজ রয়েছে বিয়ের লগ্ন, দিনের ভাল-খারাপ সময় কখন ?
Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
![Astro Tips : আজ রয়েছে বিয়ের লগ্ন, দিনের ভাল-খারাপ সময় কখন ? Astro Tips : Get to know the right moment to do any important job outside home on 29 May, 2023 Astro Tips : আজ রয়েছে বিয়ের লগ্ন, দিনের ভাল-খারাপ সময় কখন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/28/289c287c77bd0ca99c18e993010fd4991685293941202170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১৪ জ্যৈষ্ঠ, ২৯ মে -
সূর্যোদয়- সকাল ৪টা ৫৬ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ১৩ মিনিট
কালবেলাদি- ৬:৩৬, গতে ৮:১৫ মধ্যে ও ২:৫৪ গতে ৪:৩৪ মধ্যে
কালরাত্রি- ১০:১৪, গতে ১১:৩৫ মধ্যে
যাত্রা- শুভ পূর্বে ও উত্তরে নিষেধ
শুভকাজ- গাত্রহরিদ্রা, সাধভক্ষণ, নামকরণ, মুখ্যান্নপ্রাশন, বিবাহ, গ্রহপুজো
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে সাপ্তাহিক রাশিফল-
মেষ- মেষ রাশির জাতকরা এই সপ্তাহের শুরুতে তাদের প্রেম-জীবন উপভোগ করবে। যদি আপনার প্রেমিকার কোনও সমস্যা থাকে, তাহলে আপনি তা সমাধান করতে সহায়তা করবেন। তার চাকরি চলে যেতে পারে। আপনার আয় ভাল হলে আত্মবিশ্বাসী হবেন। সপ্তাহের মাঝামাঝি কিছু চ্যালেঞ্জ দেখা দেবে। বিরোধীরা মাথা তুলতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে। সপ্তাহের শেষ দিনগুলোতে পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। যাঁরা চাকরি করছেন, তাঁরা সাফল্য পাবেন।
বৃষ- মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন। বাবার সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। চাকরিতে পরিশ্রম করবেন। সপ্তাহের মাঝামাঝি করে আয় বাড়বে। আপনার কাজ সম্পূর্ণ হবে। আর্থিক অভাবে কোনও কাজ থামবে না। রোম্যান্সের সময় পাবেন। চাকরি বদলের সম্ভাবনা। সপ্তাহের শেষভাগে খরচা বাড়বে।
মিথুন- সপ্তাহের শুরুতে বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। কিছু ভ্রমণের পরিকল্পনা করতে পারেন । আপনার কোনও কাজের ব্যাপারে দরকারি পরামর্শ দেবেন ভাই। অফিসে সহকর্মীর সমর্থন থাকবে। সপ্তাহের মধ্যভাগে পারিবারিক জীবন উপভোগ করবেন। চাকরিতে পরিস্থিতি ভাল থাকবে। ব্যবসায়ও সাফল্য আসবে। সপ্তাহের শেষ দিনগুলি ঝামেলাপূর্ণ হতে পারে। আয় বাড়বে, তবে কিছু চ্যালেঞ্জ সামনে আসবে। ব্যয় বৃদ্ধি পাবে। প্রেমিকের সাথে তর্ক হতে পারে।
কর্কট- কর্কটরাশির জাতকরা সপ্তাহের শুরুতে ছোটখাট ভ্রমণে যাবেন। বন্ধুরা আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করবে। যে কারণে আপনার আটকে থাকা কাজ শেষ হবে। সপ্তাহের মাঝামাঝি পারিবারিক জীবন চাপের হতে পারে। পিতামাতার স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। জমিজায়গার বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। সপ্তাহের শেষদিকে খরচা নিয়ন্ত্রণে থাকবে। আয় বাড়বে। ব্যবসায় লাভ।
সিংহ- সিংহ রাশির জাতকরা সপ্তাহের শুরুতে পারিবারিক সুখ উপভোগ করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল টিউনিং হবে। বাড়িতে সুখের পরিবেশ থাকবে। অর্থ লাভ হবে। সপ্তাহের মাঝামাঝি কারও সঙ্গে তর্ক হতে পারে। ভাইদের সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন। সপ্তাহের শেষ দিনগুলিতে চাকরিতে সম্পূর্ণ মনোযোগ দেবেন। কঠোর পরিশ্রম করবেন। সরকারি খাত থেকে ভাল সুবিধা পেতে পারেন। ব্যবসায়িক সহযোগিতাও পাবেন।
কন্যা- সপ্তাহের শুরুতে ব্যবসায় সাফল্য মিলবে, কিন্তু ব্যবসার পার্টনার কোনও সমস্যা সৃষ্টি করতে পারে। পারিবারিক জীবনে চাপ কমবে। পারস্পরিক ভালবাসা বৃদ্ধি পাবে। সপ্তাহের মাঝামাঝি কিছু নিয়ে মানসিক দুশ্চিন্তা থাকবে। টাকা জমাতে সমস্যা হবে। পরিবারে ঝগড়া হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন, আঘাত পেতে পারেন। সপ্তাহের শেষ দিনে ভ্রমণে যাবেন। বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। ভাইদের সহযোগিতা থাকবে। চাকরিতে সাফল্য পাবেন।
তুলা- তুলা রাশির জাতক জাতিকারা সপ্তাহের শুরুতে ব্যয় বৃদ্ধি নিয়ে চিন্তিত থাকবেন। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। কাজের জন্য আপনাকে শহরের বাইরে যেতে হতে পারে। বিরোধীরা বিরক্ত করবে। সপ্তাহের মধ্যভাগে মানসিক চাপ বাড়বে। পারিবারিক জীবনেও চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের মধ্যে বিবাদের পরিস্থিতি তৈরি হবে, তবে চাকরিতে ভাল সময় যাবে। সপ্তাহের শেষ দিনগুলিতে আর্থিক লাভ হবে। মানসিক চাপ কমবে এবং স্বাস্থ্যের উন্নতি হবে।
বৃশ্চিক- সপ্তাহের শুরুর দিকে আর্থিকলাভ হতে পারে। আয় বাড়ার কারণে, আপনার আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু, কারও কথায় বিনিয়োগ করবেন না। সপ্তাহের মাঝামাঝিতে খরচা বাড়বে। মানসিক চিন্তা বাড়বে। স্বাস্থ্য খারাপ হতে পারে। আপনার অপারেশনের প্রয়োজন হতে পারে। ভাগ্যের সাহায্য মিলবে এবং ব্যবসায় উন্নতি হবে। গৃহস্থ জীবনে খুশি পাবেন।
ধনু- সপ্তাহের শুরুর দিকে নিজের কাজে মন দেবেন। পারিবারিক জীবনে খুশি থাকবে। পরিবারের সদস্যদের আপনার প্রতি ভালবাসা থাকবে। সপ্তাহের মাঝামাঝিতেও আয় ভাল থাকার কারণে আপনাকে খুশি দেখাবে। প্রেম-জীবনে সময় ভাল । চাকরিতে পদোন্নতি হতে পারে। ব্যবসায় সাফল্য পাবেন।
মকর- সপ্তাহের শুরুতে কোনও দীর্ঘ প্রশিক্ষণে যেতে পারেন। বোনের ভালবাসা পাবেন। সপ্তাহের মাঝামাঝি কাজের দিকে মনোনিবেশ করবেন, তবে বাড়িতে কোনও বিতর্ক হতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাঁর যত্ন নিন। সপ্তাহের শেষ দিনে প্রেম জীবনে উন্নতি। একে অপরের প্রতি ভালবাসা বাড়বে। ব্যবসায় আয়ের কিছু নতুন উৎস পাওয়া যাবে, যার জন্য প্রচুর পরিশ্রম করতে হতে পারে।
কুম্ভ- সপ্তাহের শুরুতে ব্যবসায় উন্নতি হবে। পারিবারিক জীবনে প্রেম বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সুখের সময়। সপ্তাহের মধ্যভাগে মানসিক উদ্বেগ বাড়তে পারে। খরচা বাড়বে। সপ্তাহের শেষদিনে কোনও ধর্মীয় যাত্রায় যেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন হাল্কা হতে পারে। চাকরি পরিবর্তন হতে পারে।
মীন- সপ্তাহের শুরুতে মানসিক চিন্তা বাড়বে। খরচা বাড়বে। যে কারণে আপনি কিছুটা চিন্তিত থাকবেন। সপ্তাহের মাঝামাঝিতে গৃহস্থ জীবনে খুশি। জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হলে, এখন তা বন্ধ হবে। আপনাদের মধ্যে প্রেম বাড়বে। ব্যবসায় উন্নতির জন্য় কিছু নতুন রাস্তা বের করে নেবেন। সপ্তাহের শেষ দিকে চোট পেতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)