(Source: ECI/ABP News/ABP Majha)
Lord Shiva : এই কয়েকটি জিনিস ভগবান শিবের প্রিয়, নিবেদন করলে পূরণ হয় প্রতিটি ইচ্ছা
Astro : পুরাণ অনুসারে, কিছু জিনিস শিবের খুব প্রিয় এবং শিবলিঙ্গে তা ভক্তিভরে নিবেদন করলে ভগবান শঙ্কর খুশি হন
কলকাতা : সোমবার ভগবান শিবকে (Shiv) উৎসর্গ করা হয়। এই দিনে শিবের আশীর্বাদ পেতে ভক্তরা (Devotees) নানাবিধ ব্যবস্থা গ্রহণ করে। কথিত আছে যে, ভোলেনাথ খুবই সাদাসিধে এবং খুব দ্রুত ভক্তদের প্রতি প্রসন্ন হন। এই দিনে ভগবান শিবের আরাধনা এবং তাঁর সম্পর্কিত কিছু বিশেষ ব্যবস্থা অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। পুরাণ অনুসারে, কিছু জিনিস শিবের খুব প্রিয় এবং শিবলিঙ্গে তা ভক্তিভরে নিবেদন করলে ভগবান শঙ্কর খুশি হন এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। আসুন জেনে নেওয়া যাক কোন কোন জিনিস শিবের খুব প্রিয়।
এইসব জিনিস ভোলেনাথের প্রিয়-
- সকালে স্নান করে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করলে শিবের আশীর্বাদ পাওয়া যায়।
- শিবলিঙ্গে জাফরান নিবেদন করলে মানুষ সুখ ও শান্তি পায়।
- অন্যদিকে চিনি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমৃদ্ধি আসে এবং দারিদ্র দূর হয়।
- ভোলেনাথ সুগন্ধি পছন্দ করেন। এমনটা বিশ্বাস করা হয় যে, শিবলিঙ্গে সুগন্ধি লাগালে মনের চিন্তা শুদ্ধ হয়।
- শিবলিঙ্গে দুধ নিবেদন করা স্বাস্থ্যের জন্য ভাল এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয়।
- দই এবং ঘিও ভগবান শিবের খুব প্রিয়। এইসব অর্পণের মাধ্যমে একজন ব্যক্তি জীবনের ঝামেলা থেকে মুক্তি পায়। তাঁর শক্তিও বৃদ্ধি হয়।
- ভোলেনাথ চন্দন নিবেদনে প্রসন্ন হন। শিবলিঙ্গে চন্দন অর্পণ করলে মানুষ সমাজে সম্মান ও খ্যাতি পায়।
- শিবলিঙ্গে বিল্ব পাতা অর্পণ করলে ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ হয়।
প্রসঙ্গত, মনে করা হয়, যদি নিষ্ঠা ভরে শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের পুজো এবং উপবাস করা যায়, তা হলে তিনি তুষ্ট হন। শাস্ত্র মতে পূর্ব দিকে মুখ করে বা পশ্চিম দিকে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল অর্পণ করবেন না। পরিবর্তে সবসময় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল অর্পণ করুন।
আরও পড়ুন ; যাঁরা এই তিন দেবতার পুজো করেন, তাঁদের বিরক্ত করেন না 'শনি'
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)