Astrology : হাতে আসবে টাকা, মিলবে সাফল্য ; ২ জুলাই পর্যন্ত এই ৩ রাশির প্রতি সদয় থাকবে বুধ !
Mercury transit in Taurus : বুধের প্রভাবের কারণে ৩টি রাশির জাতক-জাতিকারা প্রত্যাশিত সাফল্য পাবেন
![Astrology : হাতে আসবে টাকা, মিলবে সাফল্য ; ২ জুলাই পর্যন্ত এই ৩ রাশির প্রতি সদয় থাকবে বুধ ! Astrological Predictions : mercury transit in taurus auspicious for three zodiac natives money success will come till july 2 Astrology : হাতে আসবে টাকা, মিলবে সাফল্য ; ২ জুলাই পর্যন্ত এই ৩ রাশির প্রতি সদয় থাকবে বুধ !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/11/cb0b72c017d4a056bfb6ca59d4126e07_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : জ্যোতিষ (Astrology) শাস্ত্র অনুযায়ী, প্রত্যেক গ্রহের নিজস্ব বিশেষ গুরুত্ব রয়েছে। কিন্তু, বুধকে (Mercury) সব গ্রহের মধ্যে প্রিয় বলা হয়। কারণ, এটি অর্থনীতিকে পরিচালিত করে। ব্যবসা এবং অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয়। এহেন বুধ ২ জুলাই পর্যন্ত বৃষ রাশিতে থাকবে এবং এর প্রভাব আরও অনেক রাশিতেই দেখা যাবে।
বুধের প্রভাবের কারণে ৩টি রাশির জাতক-জাতিকারা প্রত্যাশিত সাফল্য পাবেন। তাঁরা অর্থ লাভ করবেন। শেয়ার বাজার, ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িতরা বুধ গ্রহের অনুকূল গতিবিধির জন্য প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায় অগ্রগতি অর্জনের জন্য বুধের সহযোগিতা অপরিহার্য।
আরও পড়ুন ; শনির 'কৃপা', আগামী দুই বছর বাধামুক্ত জীবন এই তিন রাশির
এই তিন রাশির প্রতি সদয় হবে বুধ-
মেষ রাশি : মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বৃষ রাশিতে বুধ থাকা খুবই উপকারী। এই সময়ে তাঁদের কোনও কাজে বাধা বা প্রতিবন্ধকতা থাকবে না। কর্মক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য পাওয়া যাবে। নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে। আপনি যদি কোনও নতুন বিনিয়োগের কথা বিবেচনা করেন তবে তাতেও সাফল্য পাবেন। নতুন গাড়ি এবং নতুন চাকরির সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি : সিংহ রাশির জাতকরা বুধের কৃপায় কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কোনও বিশেষ ব্যক্তির কাছ থেকে সুফল পেতে পারেন। কর্মক্ষেত্রে অন্যের গাইডেন্স পাবেন। শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হবে।
কর্কট রাশি : ২ জুলাই পর্যন্ত কর্কট রাশির জাতকদের জন্য সময়টি খুবই ভাল। বুধ গ্রহের প্রভাবে তাঁদের আয় বাড়বে। পারিবারিক সহযোগিতা বৃদ্ধি পাবে। সন্তানের সুখ পেতে পারেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। চাকরি ও শিক্ষা ক্ষেত্রে সাফল্য পাবেন। স্বাস্থ্য স্থিতিশীল থাকবে। কথাবার্তায় সংযম থাকা দরকার।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)