Shani Dev : শনির 'কৃপা', আগামী দুই বছর বাধামুক্ত জীবন এই তিন রাশির
Zodiac Signs : শনিদেব মহারাজের অশুভ দৃষ্টি এড়াতে শনিবার শনিদেবের মন্দিরে কালো তিল এবং সরিষার তেল নিবেদন করতে হবে
কলকাতা : কথাতেই বলে, শনির দৃষ্টি পড়েছে ! শুনেই আঁতকে ওঠে সাধারণ মানুষ। কিন্তু, শনি দেবতা সন্তুষ্ট থাকলে দুর্ভাগ্যের চাকাও ওলটাতে থাকে। যার ওপর শনি দেবতা সদয় হন, তাকে কোনও বাধা-বিপত্তির মুখে পড়তে হয় না। সব কাজই চলে মসৃণভাবে। জীবনে যেন সমস্যা বলে কিছু থাকে না।
এহেন শনি দেবের (Shani Dev) উল্টো গতি কয়েকটি রাশির (Zodiac) ওপর প্রভাব ফেলছে গত ৫ জুন থেকে। এই পরিস্থিতিতে শনিদেব মহারাজের অশুভ দৃষ্টি এড়াতে শনিবার শনিদেবের মন্দিরে কালো তিল এবং সরিষার তেল নিবেদন করতে হবে। এর ফলে মন থেকে অযৌক্তিক ভয় কেটে যাবে। তবে, শনিদেব মহারাজের বিপরীত পদক্ষেপের প্রভাব আগামী দুই বছরের জন্য এই রাশিচক্রের জন্য উপকার ডেকে আনবে।
আরও পড়ুন ; আজ কোনও মহিলার দ্বারা মানহানির সম্ভাবনা রয়েছে এই রাশির
সৌভাগ্যের এই তালিকায় কোন কোন রাশি রয়েছে ?
মেষ রাশি : আগামী দুই বছর ভগবান শনিদেব মহারাজের বিশেষ আশীর্বাদ পাবেন মেষ রাশির জাতকরা । তাঁদের কোনও কাজে বাধা পড়বে না। কর্মক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য মিলবে। চাকরি ও শিক্ষাক্ষেত্রেও পাবেন সাফল্য। মেষ রাশিতে জন্মগ্রহণকারীদের এই দুই বছরে বিপুল উত্থানের সম্ভাবনা। তাঁদের পক্ষে যে কোনও ধরনের কাজ শুরু করা সহজ হবে এবং তাঁরা সেই কাজে সাফল্যও পাবেন।
বৃষ রাশি : ৫ জুন থেকে বিপরীত দিকে ধাবমান শনিদেব মহারাজের বিশেষ আশীর্বাদ পাবেন বৃষ রাশির জাতক-জাতিকারা। আটকে থাকা কাজ শেষ হবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ধন, যশ ও সম্মান বৃদ্ধি পাবে। আগামী দুই বছর বৃষ রাশির জাতক জাতিকারা তাঁদের জীবন নির্বিঘ্নে কাটাবেন। কোনও ধরনের মানসিক চাপ থাকবে না।
ধনু রাশি : ধনু রাশির জাতক-জাতিকাদের ওপর ভগবান শনিদেব মহারাজের আশীর্বাদ বজায় থাকবে। এই সময়ে নতুন গাড়ি কেনার সুযোগ রয়েছে। আপনি যদি নতুন বিনিয়োগের কথা ভাবছেন, তবে প্রত্যাশিত সাফল্য পাবেন। এই রাশির জাতক ও জাতিকারা যে কোনও কাজে সফল হবেন। শনির বিপরীত গতি বিশেষ ফল দেবে। ব্যবসা বাড়ানোর জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আগামী দুই বছর তাঁদের কোনও আর্থিক সমস্যায় পড়তে হবে না। অযৌক্তিক ভয় মন থেকে দূরে থাকবে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)