Astrology Tips : বড়সড় বিশ্বাসঘাতকতাও করে দেয় মাফ, কিন্তু ঠকানো সহজ নয় এই ৪ রাশির জাতকদের
Horoscope Tips : এই রাশির জাতকরা অন্যদের খুব দ্রুত ক্ষমা করে দিতে পারে। কোন কোন রাশি আছে এই তালিকায় ? আপনিও কি এমনটাই করে থাকেন ?
জ্যোতিষশাস্ত্রে, ১২ টি রাশিরই আলাদা আলাদা গুণাবলী রয়েছে। আবার রাশি অনুসারে চারিত্রিক ত্রুটিগুলিও আলাদা আলাদা। জ্যোতিষশাস্ত্র অনুসারে, একজন ব্যক্তির রাশিচক্র তার ব্যক্তিত্বকেও প্রভাবিত করে। জ্যোতিষশাস্ত্রে এমন ৩টি রাশির কথা বলা হয়েছে যাদের হৃদয় অনেক বড়। এতটাই দিলদরিয়া হয় এরা যে, কারও সঙ্গে শত্রুতা ভুলতেও সময় নেয় না। এরা অন্যদের খুব দ্রুত ক্ষমা করে দিতে পারে। কোন কোন রাশি আছে এই তালিকায় ? আপনিও কি এমনটাই করে থাকেন ? তাহলে মিলিয়ে দেখে নিন এই তালিকায় আপনার রাশিচিহ্নও আছে কি না
কর্কট রাশি (Cancer)
কর্কট রাশির অধিপতি চন্দ্র যা মনের কারক বলে বিবেচিত হয়। এই রাশির জাতকরা খুব আবেগপ্রবণ হয় এবং তাদের আশেপাশের লোকদের প্রতি খুব যত্নশীল হয়। কর্কট রাশির জাতক জাতিকারা তাদের সম্পর্ককে খুব গুরুত্ব দেয়। এই রাশির জাতকরা তাদের অন্তরে কোন শত্রুতা পুষে রাখে না। এই মানুষদের মধ্যে অন্যের ভুল ক্ষমা করে দেওয়ার গুণ থাকে।
সিংহ রাশি (Leo)
এই রাশির অধিপতি হলেন সূর্য। এই রাশির জাতক জাতিকারা সবকিছু খুব পরিষ্কার রাখতে পছন্দ করে। তারা যা করার সিদ্ধান্ত নেয় তা সম্পন্ন করেই ছাড়ে। এই লোকেরা পুরানো জিনিস সহজেই ভুলে থাকে। যদি কেউ সিংহ রাশির মানুষকে আঘাত করে তবে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে তাদের ক্ষমা করার গুণও রয়েছে। এই ব্যক্তিদের একটি হৃদয় অতি উদার। তারা সহজেই মানুষকে ক্ষমা করে এবং জীবনে এগিয়ে যায়।
তুলা রাশি (Libra)
তুলা রাশির জাতক জাতিকারা শনির দ্বারা প্রভাবিত হয়। এই রাশির জাতকরা ন্যায্য কাজে বিশ্বাসী। ভারসাম্যপূর্ণ আচরণ করে। কোনও বিবাদে উভয় পক্ষের কথা শোনে। তারপর ন্যায্য সিদ্ধান্ত নেয়। তারা কোনও সম্পর্কের টানাপোড়েন এবং নেতিবাচকতা পছন্দ করেন না । তাই দ্রুত ক্ষমা করতে চায়। তুলা রাশির জাতকরা বিশ্বাস করে যে ক্ষমা শান্তি এবং সম্প্রীতিই শান্তিলাভের পথ ।
মীন রাশি (Pisces)
ই রাশিচক্র বৃহস্পতির অধীনস্থ। এই রাশির জাতক জাতিকারা চিৎকার - চ্যাঁচামেচি করে ঠিকই , তবে তা প্রশমিতও হয় খুব তাড়াতাড়ি। এই মানুষগুলোর মনে কারো প্রতি কোনো বিদ্বেষ থাকে না। কেউ যদি মীন রাশির মানুষকে আঘাত করে, তারা তা ভুলে গিয়ে জীবনে এগিয়ে যাওয়াকেই অগ্রাধিকার দেয়। মীন রাশির জাতকরা কখনও অতীত নিয়ে পড়ে থাকে না। সর্বদা একটি নতুন সূচনা করতে চায়।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)