Daily Astrology: বিয়ের সম্ভাবনা প্রবল কাদের ? কেমন যাবে আজকের দিন ?
Daily Astrology Update: আজ ১৮ জানুয়ারি, বুধবার। কেমন যাবে দিনটি? কী বলছে আপনার রাশি?
কলকাতা: দেখতে দেখতে তেইশের প্রথম মাস মাঝপথে। ভাল কিছু হওয়ার অপেক্ষায় সবাই। আপনার রাশি এবং আপনার কাজ দুই মিলে আপনার ফল দেবে। তাই চিন্তা করবেন না, ভাল কিছু খবর থাকলে আবেগে ভাসবেন না। উল্টোটা হলে সতর্ক থাকুন। আজ ১৮ জানুয়ারি, বুধবার। কেমন যাবে দিনটি? কী বলছে আপনার রাশি?
মেষ- প্রেমে জটিলতা দেখা যাবে। আর্থিক সমস্যার মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটানোর সম্ভাবনা। নতুন কিছু ট্রাই করতে পারেন। এখনই কিছু বিষয়ে নজর দিতে হবে আপনাকে। সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন।
বৃষ- চাকরিস্থানে উন্নতি হবে। নিজবুদ্ধিতে কর্মস্থানে উন্নতি। সন্তানের জন্য বাড়তি খরচ। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। কর্মজীবন এবং সন্তানদের নিয়ে খুশি হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কিছু কিছু দিকে আপনাকে নজর রাখতে হবে। কোনও মামলার নিষ্পত্তি হতে পারে।
মিথুন- লটারি প্রাপ্তির যোগ। চাকরির স্থানে উন্নতি। মাথা ব্যাথা বাড়তে পারে। ইচ্ছাপূরণের সম্ভাবনা রয়েছে। সঙ্গীর স্বাস্থ্য়ের দিকে খেয়াল রাখুন। কাজের জায়গায় সমালোচনা হতে পারে। কোথাও ঘোরার পরিকল্পনা থাকলে তা দেরি হতে পারে।
কর্কট- প্রেমের বিষয়ে চিন্তা বৃদ্ধি। বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা সফল হতে চলেছে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কাজের চাপের সম্মুখীন হতে পারেন। কাজের গতি বাড়াতে হবে। পেশাগত ক্ষেত্রে নতুন কোনও সুযোগ আসতে পারে। নিজের জন্য একটু সময় বের করুন।
সিংহ- ব্যবসায় সাফল্য আসবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন। নতুন কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় পুরনো অভিজ্ঞতার কথাও মনে রাখবেন। কোনও কিছু নিয়ে রাগ হলেও তা প্রকাশ করা নিয়ে সংযত থাকুন।
কন্যা- আইনিকাজে সফলতা আসবে। নিজের চেনা মানুষ আপনার বিরোধীতা করতে পারে। শত্রু বাড়বে। রাজনীতির মানুষদের জন্য দিনটি শুভ নয়। দীর্ঘদিনের কোনও চেষ্টার ফল মিলতে পারে। যা পরিকল্পনা করে রেখেছেন তা ফলবে।
তুলা- পড়াশোনার চাপ বাড়বে। পড়াশোনার চাপ বাড়বে। ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।জলপথ এড়িয়ে ঘুরতে যান। আত্মসম্মান নিয়ে চিন্তিত থাকতে পারেন। আয়ের নতুন কোনও উৎস হতে পারে। আয়ের নতুন কোনও সুযোগ আসতে পারে।
বৃশ্চিক- পেটের রোগ থেকে সাবধান। প্রয়োজনে কোনও ছুটি নিতে পারেন। গুরুজনদের থেকে আশীর্বাদ মিলবে। পরিবারের কোনও সদস্যকে নিয়ে চিন্তায় থাকতে পারেন। শেয়ার বাজারে বিনিয়োগ থাকলে সেখান থেকে লাভবান হবেন।
ধনু- প্রিয়জনের সঙ্গে তর্ক বাধবে। প্রেমে আনন্দ বাড়বে। শরীর নিয়ে চিন্তা বাড়বে। সমাজে আপনার সম্মান বাড়তে পারে। ঋণ মেটানোর চেষ্টা করতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময়।
মকর- প্রেমের বিষয়ে সাবধান। নানা বিষয়ে চমক আসতে পারে আজ। কিছু আপনার পছন্দ হবে, কিছু হয়তো পছন্দ হবে না। নিজের রাগ সংযত রাখুন, নয়তো কেউ আপনার ব্যবহারে কষ্ট পাবেন।
কুম্ভ- বিয়ের সম্ভাবনা প্রবল। পরীক্ষার ফল সন্তোষজনক হবে না। সামান্য বুদ্ধির ব্যবহার করলেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। আজ পরিশ্রম হবে, কিন্তু দিনের শেষে কাজ নিয়ে তুষ্ট হবেন। গুরুত্বপূর্ণ কোনও তথ্য কাউকে বলার আগে সতর্ক হোন।
মীন- পাওনা অর্থ ফেরত পাবেন। আশপাশের কারও থেকে মনোবল মিলতে পারে। আজ চুপচাপ থেকে কোনও লাভ নেই। কর্মক্ষেত্রে কেউ আপনাকে অকারণে দোষ দিতে পারে। মাথা ঠান্ডা রাখুন। অযথা ঝামেলায় জড়াতে পারেন।